প্রপোজ করার কিছু কথা- প্রপোজ করার রোমান্টিক কথা

আপনারা যারা মনে মনে কাউকে পছন্দ করেন কিন্তু মনের কথা জানাতে পারেন না তাদের জন্য আজ কিছু পরামর্শ নিয়ে এসেছি। কি উপায় আপনার পছন্দের মানুষকে প্রপোজ করে ফেলতে পারবেন তা নিয়ে আলোচনা করব। প্রপোজ করার সময় কি কথা বলতে হবে তা আমাদের আজকের পোষ্টের মাধ্যমে জানতে পারবেন।

আমাদের আশেপাশে অনেক ছেলেরা কাউকে ভীষণ পছন্দ করার পরও মনের কথা জানাতে পারেনা। অনেকে আবার মেয়েদের সাথে কথা বলতেই ভয় পায়। আবার অনেকে ভয় পাই যদি প্রপোজ করার পর মেয়ে তাকে রিজেক্ট করে দেয় তবে সে সহ্য করতে পারবেনা। আমাদের আজকের পোস্টে পড়ার পর আপনি কোন মেয়েকে প্রপোজ করলে সেই মেয়ে কখনোই আপনাকে রিজেক্ট করতে পারবে না।

মেয়েরা রোমান্টিক ছেলেদের ভীষণ পছন্দ করে। তাই কোন মেয়েকে প্রপোজ করতে গেলে অবশ্যই রোমান্টিক কথা দিয়ে শুরু করতে হবে। আপনি যদি রোমান্টিক কথা বলে সে মেয়েটিকে বোঝাতে পারেন আপনি কতটা রোমান্টিক তবে সে আপনাকে পছন্দ করতে শুরু করবে।

আপনি যদি খুব বেশি রোমান্টিক না হয়ে থাকেন তবে প্রপোজ করাটা আপনার জন্য কঠিন হবে। তবে নিজের মনকে শক্ত করে রোমান্টিক উপায়ে প্রপোজ করে ফেললে আপনি সহজেই সেই মেয়েটির মনে জায়গা করে নিতে পারবেন।

আপনারা অনেকেই সিনেমা বা নাটকের দেখে থাকবেন নায় ক নায়িকাদের কিভাবে প্রপোজ করে থাকে। নায়কেরা নায়িকাদের যেভাবে প্রপোজ করে থাকে আপনিও যদি সেই উপায়ে প্রপোজ করতে চান তবে অবশ্যই রোমান্টিক কথা বলা শিখতে হবে। রোমান্টিক কথা বলে প্রপোজ করলে মেয়েটির ভীষণ সারপ্রাইজড হবে।

প্রত্যেকটি মেয়ে স্বপ্ন দেখে থাকে তার জীবনে এমন একটি ছেলে আসবে যে পাগলের মত তাকে ভালবাসবে। আপনিও কোন মেয়েকে প্রপোজ করলে তাকে বোঝাতে চেষ্টা করবেন যে পাগলের মতই তাকে ভালবাসেন। আপনি তাকে কতটা চান তা আপনার কথার মধ্য দিয়ে প্রকাশ করার চেষ্টা করতে হবে। সঠিকভাবে আপনার মনের কথা উপস্থাপন করতে না পারলে মেয়েদের কাছে খুব একটা পাত্তা পাবেন না।

প্রেম করতে গেলে স্মার্টনেস খুবই জরুরী। এই যুগের মেয়েরা স্মার্ট ছেলেদের বেশি প্রায়োরিটি দিয়ে থাকে। আনস্মার্ট ছেলেরা মেয়েদের কাছে খুব বেশি পাত্তা পায় না। তাই পছন্দের মানুষের কাছে নিজেকে স্মার্ট হিসেবে উপস্থাপন করার চেষ্টা করুন।

অনেকে বলে প্রেমে পড়লে মানুষ নাকি কবি হয়ে যায়। আপনিও প্রেমে পড়লে নিজের মধ্যে এমন অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করবেন। প্রেমে পড়লে একটু একটু সাহিত্যচর্চা করে দেখতে পারেন। কবি সাহিত্যিকরা তাদের লেখার মধ্যে খুব সুন্দর ভাবে রোমান্টিক মুহূর্ত গুলো তুলে ধরেন। আপনিও সাহিত্য চর্চা করলে অনেক রোমান্টিক হয়ে উঠবেন এবং প্রেমের ভাষা শিখে যাবেন।

এখানে যা যা পাবেন

১. প্রপোজ করার কিছু কথা
২. প্রপোজ করার রোমান্টিক কথা

প্রপোজ করার কিছু কথা

প্রপোজ করার সময় অনেকেরই মনে কোন কথা আসে না। তাই আগে থেকে প্রস্তুতি নিয়ে যেতে হবে পছন্দের মানুষের সামনে গিয়ে কিভাবে কথা বলা যায়। মনে মনে ঠিক করে নিবেন এই কথাগুলো তার সামনে বলতে হবে। অবশ্য সামনাসামনি গেলে অনেকেই মুখ খুলতে পারে না। যদি প্রেম করতে চান তবে মনে একটু সাহস তো সঞ্চয় করতেই হবে। তাই দেরি না করে এখনই সাহস সঞ্চয় করে মনে মনে ঠিক করে নিন পছন্দের মানুষের সামনে কিভাবে কথা বলবেন।

প্রপোজ করার রোমান্টিক কথা

আগেই বলেছি রোমান্টিকতা মেয়েদের ভীষণ পছন্দ। তাই রোমান্টিক কথা ছাড়া কোন মেয়েকে প্রপোজ করতে যাওয়া ভীষণ বোকামি। আমাদের পোষ্টের মাধ্যমে অনেক রোমান্টিক কথা আপনারা জানতে পারবেন যা নিজের পছন্দের মানুষের সামনে বললে তারা আপনার প্রতি দুর্বল হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *