বন্ধুকে মিস করার স্ট্যাটাস – প্রিয় মানুষকে মিস করার স্ট্যাটাস

আমাদের সকলের জীবনে বিশেষ কিছু মানুষ রয়েছে। এই বিশেষ মানুষদের আমরা অনেক গুরুত্ব দিয়ে থাকি। সুখে দুঃখে এই মানুষগুলো সব সময় আমাদের পাশে থাকে এবং আমরাও ভালো ও মন্দ সব সময়ে তাদের পাশে থাকার চেষ্টা করি। সবচেয়ে বেশি কষ্ট হয় যখন এই মানুষগুলো আমাদের সাথে থাকে না। এই মানুষগুলো আমাদের পাশে না থাকলে আমরা প্রতিটি মুহূর্ত তাদের মিস করতে থাকি। এমন পরিস্থিতিতে আমাদের মন অনেক খারাপ থাকে এবং আমরা এই মন খারাপের কথাগুলো ফেসবুকে শেয়ার করে থাকি। আজ আমরা এমন কিছু কথা শেয়ার করতে চলেছি যা আপনারা ফেসবুকে স্ট্যাটাস হিসেবে দিতে পারবেন। আজ আমরা বন্ধুকে মিস করার স্ট্যাটাস অথবা প্রিয় মানুষকে মিস করার স্ট্যাটাস নিয়ে আলোচনা করব।

আমাদের সকলের জীবনে অনেক অনেক বন্ধু রয়েছে কিন্তু কিছু বন্ধু আছে যারা স্পেশাল। এই স্পেশাল বন্ধুগুলো কোন কারনে আমাদের জীবন থেকে দূরে গেলে অথবা হারিয়ে গেলে তাদের ভীষণ ভীষণ মিস করতে হয়। মিস করার এই সময় গুলো আমাদের জন্য অনেক কঠিন সময় হয়ে থাকে। বন্ধুরা দূরে গেলে আমরা তাদের জন্য ফেসবুকে নানা রকমের স্ট্যাটাস দিয়ে থাকি। তারা দূরে গেলে আমাদের মন খারাপ থাকে এবং তা ফেসবুকে শেয়ার করি স্ট্যাটাসের মাধ্যমে। আপনারা অনেকেই এমন পরিস্থিতিতে ফেসবুকে স্ট্যাটাস দিতে চান কিন্তু কিভাবে শুরু করবেন তা বুঝতে পারেন না। আমাদের আজকের পোস্টে আমরা আলোচনা করব বন্ধুকে মিস করার স্ট্যাটাস কিভাবে লিখবেন।

আমরা সারাদিন অনেক অনেক মানুষের সাথে মেলামেশা করি কিন্তু এমন কিছু মানুষ থাকে যারা আমাদের ভীষণ প্রিয়। এই প্রিয় মানুষ হতে পারে আপনার বাবা অথবা আপনার মা অথবা আপনার ভাই কিংবা আপনার প্রেমিক অথবা প্রেমিকা। আমাদের সারাদিনের বেশিরভাগ সময় আমরা প্রিয় মানুষের সাথে কাটানোর চেষ্টা করি। এই প্রিয় মানুষটি যখন আমাদের থেকে দূরে থাকে তখন প্রতিটি মুহূর্ত তাকে মিস করতে হয়। প্রিয় মানুষকে মিস করার স্ট্যাটাস কিভাবে লিখবেন তা নিচে আলোচনা করা হচ্ছে।

এখানে যা যা পাবেন

১. বন্ধুকে মিস করার স্ট্যাটাস
২. প্রিয় মানুষকে মিস করার স্ট্যাটাস

বন্ধুকে মিস করার স্ট্যাটাস

বন্ধু কথাটা উঠলেই প্রাথমিক, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের সেই বন্ধুগুলোর কথা মনে পড়ে যায়। যাদের সাথে কেটেছে শৈশব। যারা শৈশবে হাসি আর কান্নার ভাগিদার। যারা শৈশবের সকল স্মৃতির ভাগিদার। কিন্তু সময়ের পরিক্রমায় আজ সবাই সবার থেকে আলাদা। অনেকের সাথে হয়তো যোগাযোগ আছে আবার অনেকের সাথে কোনো রকম যোগাযোগ নাই। কিন্তু মাঝে মাঝে খুব খুব মিস করি সেইসব বন্ধুদের। মাঝে মাঝেই মনে হয় আবার যদি ফিরে পেতাম সেই ছোটবেলা। আবার যদি সবাই মিলে একসাথে সময় কাটাতে পারতাম যেখানে নেই কোনো সাংসারিক চিন্তা। যেমন ইচ্ছা তেমন ঘুরে বেড়াবো। এমনটা হলে কতই না ভালো হতো। কিন্তু বাস্তবতা বড়ই নিষ্ঠুর। এরকম হওয়ার কোনো সুযোগ নেই। তাই এইসব কেবল অলিক কল্পনা মাত্র। তবে একটা কথায় শেষে বলতে চাই তোদের অনেক মিস করি। অনেক মিস করি। খুব ইচ্ছা করে সবাই একদিন সময় করে আবার একসাথে হয়ে ছোটবেলার মতো খেলাধুলা করি। মিস ইউ বন্ধু।

আপনার বন্ধু যেমন সব সময় আপনার পাশে থাকে আপনার প্রতিটি কাজের সাহায্য করে তাই আপনি যখন একা থাকবেন তখন বন্ধুর জন্য ভীষণ মন খারাপ করবে। মন খারাপের এই সময় গুলোতে আপনার মনের কথাগুলো জানিয়ে দিন ফেসবুকে স্ট্যাটাস এর মাধ্যমে। ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার সময় আপনি আপনার বন্ধুকে কতটা ভরসা করেন এবং সে আপনার জীবনে কতটা গুরুত্বপূর্ণ এই বিষয়গুলি লেখার চেষ্টা করুন। আপনার বন্ধুকে ছাড়া আপনার দিনগুলো যে কত কঠিন ভাবে চলছে তা সুন্দরভাবে বর্ণনা করার চেষ্টা করুন। এভাবে আপনি আপনার বন্ধুকে মিস করার নিয়ে সুন্দর একটি স্ট্যাটাস লিখে ফেলতে পারবেন। এরপরও যদি ব্যাপারটি আপনার কাছে কঠিন হয় তবে আমাদের পোস্টগুলো ফলো করতে পারেন। আমাদের পোস্টগুলো ফলো করে ঠিক সেভাবেই নতুন একটি স্ট্যাটাস দেখে ফেলুন।

প্রিয় মানুষকে মিস করার স্ট্যাটাস

 

বন্ধুকে মিস করার স্ট্যাটাস যেভাবে লিখবেন প্রিয় মানুষকে মিস করার স্ট্যাটাস প্রায় সেভাবেই লেখা যাবে। আপনার প্রিয় মানুষ নিশ্চয়ই আপনার জীবনে অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং তাকে ছাড়া একটা মুহূর্ত আপনি ভালো থাকতে পারেন না এই বিষয়গুলো সুন্দর ভাষায় লিখতে হবে যেন আপনার প্রিয় মানুষ বিষয়গুলো বুঝতে পারে। আপনি যেমন তাকে মিস করছেন অপর দিক থেকে সেও আপনাকে অনেক বেশি মিস করছে। প্রিয় মানুষকে মিস করার নিয়ে কবিতা অথবা উক্তিগুলো স্ট্যাটাসে জুড়ে দিতে পারেন। এখনো যদি আপনি ব্যাপারটা কঠিন মনে করেন তবে এমন কিছু নমুনা স্ট্যাটাস দেখে নিতে পারেন আমাদের আর্টিকেলগুলো থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *