কিভাবে প্রপোজ করতে হয়

প্রিয় বন্ধুরা, আপনারা অনেকেই নিজের পছন্দের মানুষকে মনের কথা জানাতে পারছেন না। নিজের পছন্দের মানুষকে মনের কথা জানানো অনেক সময় খুব কঠিন হয়ে পড়ে। অনেকে খুব সহজে তাদের মনের কথা জানিয়ে দিতে পারে কিন্তু কেউ কেউ হাজার চেষ্টা করেও জানাতে সক্ষম হয় না। আজ আমরা আপনাদের সাথে আলোচনা করব কিভাবে আপনার পছন্দের মানুষকে প্রপোজ করবেন।

আপনারা নিশ্চয়ই জানেন ভালোলাগা ও ভালোবাসার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। তবে অনেকেই লাভ অ্যাট ফার্স্ট সাইটে বিশ্বাস করে থাকেন। অর্থাৎ প্রথম দেখাতেই যে প্রেম হয় এ ব্যাপারটি অনেকেই মনে প্রানে বিশ্বাস করেন। অনেকে আবার এই কনসেপ্টে বিশ্বাসী নন। তাদের ধারণা কখনোই প্রথম দেখাতে ভালোবাসা হওয়া সম্ভব নয়। তারা এই যুক্তি দিয়ে থাকেন যে দুজন মানুষ কাছাকাছি আসলে তাদের মধ্যে একসময় ভালো বন্ধন তৈরি হয় এবং এভাবেই ভালোবাসা তৈরি হয়।

সুতরাং আমরা বুঝতে পারলাম যে দুই ধরনের মানুষ রয়েছেন যাদের মধ্যে একদল বিশ্বাস করেন যে প্রথম দেখায় ভালোবাসা তৈরি হওয়া সম্ভব এবং অন্য দল বিশ্বাস করেন যে মানুষের মধ্যে বোঝাপড়া তৈরি হওয়ার পর ভালবাসা তৈরি হয়। এখানে আপনাদের একটি ব্যাপার জেনে নেওয়া ভালো যে প্রথম দেখাতে কখনোই আপনি একটি মানুষের আচার-আচরণ ও চরিত্র সম্বন্ধে জানতে পারবেন না। শুধুমাত্র বাহ্যিক চেহারা দেখেই প্রথম দেখায় ভালোবাসা তৈরি হওয়া সম্ভব। অপরদিকে দুজন মানুষ কাছাকাছি আসলে বেশ কিছু সময় একসাথে কাটালে তারা নিজেদের সম্পর্কে অনেক কিছু জেনে নিতে পারে এবং আচার-আচরণ ও চরিত্র সম্বন্ধে স্পষ্ট ধারণা পেতে সক্ষম হয়।

অনেক মানুষ সৌন্দর্যের প্রেমে পড়ে আবার অনেক মানুষ ব্যক্তিত্বের প্রেমে পড়ে। যারা প্রথম দেখাতেই মানুষের প্রেমে পড়ে তারা আসলে সৌন্দর্য প্রেমে পড়ে অপরদিকে অনেক সময় একসাথে কাটানোর পর যখন ভালোবাসা তৈরি হয় সে ক্ষেত্রে বলা যায় যে তারা একে অপরের ব্যক্তিত্বের প্রেমে পড়েছে। একজন মানুষের চরিত্র সম্বন্ধে অবগত না হয়ে তার সাথে সারা জীবন কাটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়াটা বোকামি ছাড়া আর কিছু নয়। শুধুমাত্র বাহ্যিক রূপ দেখে কারো প্রতি ভীষণ দুর্বল হওয়াটা বুদ্ধিমানের কাজ নয়।

তবে হ্যাঁ, একটি মানুষের বাহ্যিক সৌন্দর্য দেখে যদি তাকে ভালো লাগে এবং তার সাথে কিছু সময় কাটানোর পরেও এবং তার চরিত্র সম্বন্ধে স্পষ্ট ধারণা পাবার পরেও যদি মনে হয় তার সাথে সারা জীবন কাটাতে পারবেন তবে ধরে নিতে পারেন যে আপনি তার সবকিছুর প্রেমে পড়েছেন। এক্ষেত্রে আপনি নিশ্চিন্তে তার সাথে সারাজীবন কাটানোর সিদ্ধান্ত নিয়ে নিতে পারেন।

একটি সম্পর্ক শুরু হওয়ার সময় কোন মানুষ বুঝতে পারে না এ সম্পর্কটি আসলে কতদিন চলতে পারে। আমরা অনেক সময় দেখেছি যে দুই বছরের সম্পর্কেও বিচ্ছেদ হতে পারে আবার একসাথে কয়েক যুগ কাটানোর পরেও তাদের মধ্যে বিচ্ছেদ হয়। সুতরাং ভালোবাসার রূপ সবসময় একরকম থাকে না, বলা যায় পরিস্থিতি বদলানোর সাথে সাথে ভালোবাসার রূপও বদলে যায়। তাই ভালোবেসে আপনি যে পুরোটা জীবন একটা মানুষের সাথে কাটিয়ে দিতে পারবেন এই চিন্তা করলে হয়তো বা কোন কোন সময় নিজেকে পস্তাতে হতে পারে।

তাই আমি ব্যক্তিগতভাবে মনে করি যে একজন মানুষের আচার-আচরণ ও চরিত্র সম্বন্ধে স্পষ্ট ধারণা নেয়ার পরেই তার সাথে সারা জীবন কাটানোর সিদ্ধান্ত নেয়া উচিত। যদি আপনি এরকম পরিস্থিতিতে থেকে থাকেন তবেই সেই মানুষটিকে প্রপোজ করার প্রস্তুতি নিতে পারেন। আর এমন পরিস্থিতিতে প্রপোজ করার কাজটি বেশ সহজ হয়ে যাবে।

যখন আপনি মনেপ্রাণে বিশ্বাস করতে পারবেন যে এই মানুষের সাথে সারাজীবন কাটাতে পারবেন সে ক্ষেত্রে মনের কথাটি প্রিয় মানুষকে জানানো খুব একটা কঠিন হবে না। কিন্তু যদি আপনি প্রথম দেখাতে প্রেমে পড়ে যান এবং তাকে জানাতে চান তবে আপনার মনে অনেক দ্বিধা দ্বন্দ্ব কাজ করবে এবং স্পষ্টভাবে আপনার মনের কথা তাকে জানাতে পারবেন না।

এরপরও আমি বলব যে মনে সাহস সঞ্চার করে যে কোন মেয়েকেই ভালো লাগার কথা আপনি জানাতে পারবেন। এক্ষেত্রে আপনার মনের ভয় দূর করতে হবে এবং নিজের ব্যক্তিত্বে কিছুটা পরিবর্তন নিয়ে আসতে হবে। আশা করি এভাবেই আপনি খুব সহজে আপনার ভালবাসার মানুষকে প্রপোজ করতে সক্ষম হবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *