জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস-ভাই, বোন ,ছেলে ,মেয়ে, স্যার ,নেতা, স্ত্রী ,সন্তান ও বান্ধবীকে শুভেচ্ছা পিক ও এসএমএস।

আমাদের আজকের পোষ্টের মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন কিভাবে আপনার কাছের মানুষদের জন্মদিনের শুভেচ্ছা জানাবেন। আপনার কাছের মানুষ অর্থাৎ আপনার ভাই বোন ছেলেমেয়ে স্যার অথবা স্ত্রী ও সন্তানকে কিভাবে জন্মদিনের শুভেচ্ছা জানানো যাবে তা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। আপনারা অনেকেই নিজের কাছের মানুষদের মেসেজের মাধ্যমে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে থাকেন। মেসেজের মাধ্যমে জন্মদিনের শুভেচ্ছা জানানোর সময় কিভাবে মেসেজ লিখতে হবে এবং মেসেজে কি সব কথা লিখে শুভেচ্ছা জানাতে হবে তা আমাদের পোস্ট থেকে সংগ্রহ করতে পারবেন। এছাড়াও আপনার যদি সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানাতে চান তবে কিভাবে শুরু করবেন তা নিয়ে আমাদের পোস্ট থেকে স্পষ্ট ধারণা পাবেন।
আমাদের আজকের পোস্টে যা যা পাবেন
১. জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস
২. ভাইয়ের জন্মদিনের শুভেচ্ছা
৩. বোনের জন্মদিনের শুভেচ্ছা
৪. ছেলের জন্মদিনের শুভেচ্ছা
৫. মেয়ের জন্মদিনের শুভেচ্ছা
৬. স্যারের জন্মদিনের শুভেচ্ছা
৭. স্ত্রীর জন্মদিনের শুভেচ্ছা
৮. নেতার জন্মদিনের শুভেচ্ছা
৯. বান্ধবীকে জন্মদিনের শুভেচ্ছা
জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস
ম্যাসেজ 1
শুভ জন্মদিন! আশা করি আজকের এই বিশেষ দিনে প্রত্যেকটি মুহূর্ত যেন আনন্দ এবং খুশি দিয়ে ভরে ওঠে।
ম্যাসেজ 2
জন্মদিন প্রত্যেক বছর ফিরে-উল্টে আসে কিন্তু তোমার মতো বন্ধু আমার জীবনে একবারই এসেছে। তুমি আমার জীবনে আসার জন্য আমি খুব আনন্দিত। তোমার এই স্পেশাল দিনে তোমাকে অনেক শুভেচ্ছা জানালাম। হ্যাপি বার্থ ডে!
ম্যাসেজ 3
এই বিশেষ দিনে ঈশ্বর তোমায় আনন্দ এবং চিরন্তন সুখ দান করুক। তুমি নিজেই একটি উপহার, সবকিছুর সেরা প্রাপ্য। শুভ জন্মদিন!
ম্যাসেজ 4
একটি জন্মদিন একটি নতুন শুরু, একটি জন্মদিন আরেকটি সুন্দর বছরের প্রথম দিন…শুভ জন্মদিন!
ম্যাসেজ 5
আশা করি আজকের এই দিনে তোমার জীবনে অনেক হাসি এবং খুশিতে ভরে উঠুক, আমার প্রিয় বন্ধু। একটি অসাধারণ দিনের জন্য তোমাকে অনেক শুভেচ্ছা জানালাম। শুভ জন্মদিন।
ম্যাসেজ 6
আশা করি তোমার এই শুভ দিনটি কেকের মতো মিষ্টি হবে। এই বছরে তোমার সমস্ত চাহিদা যেন ভগবান পূরণ করে এবং তোমার সব স্বপ্ন সত্যি হোক। হ্যাপি বার্থ ডে টু মাই ফ্রেন্ড।
ম্যাসেজ 7
সারাজীবন যেন আমি তোর বন্ধু হয়ে পাশে থাকতে পারি। আজকের দিনটা অনেক মজায় উপভোগ করে কাটা। খুব ভালো থাকিস। শুভ জন্মদিন।
ম্যাসেজ 8
জন্মদিন একটি নতুন বছরের মতো এবং আপনার জন্য আমার সুখ পূর্ণ একটি দুর্দান্ত বছর কামনা রইল। শুভ জন্মদিন বন্ধু!
ম্যাসেজ 9
জীবনে বয়স গুরুত্বপূর্ণ নয়, জীবনে গুরুত্বপূর্ণ বেঁচে থাকা। তাই যখন জন্মদিন আসে তখন সেই বছরের জন্য কৃতজ্ঞ হন। শুভ জন্মদিন ডিয়ার!
ম্যাসেজ 10
এই দিনটি আমার কাছে সবসময় ব্রাইট এবং সুন্দর কারণ আমার জীবনের ভালোবাসা এই দিনে জন্মগ্রহণ করেছে। হ্যাপি বার্থ ডে টু ইউ ডিয়ার।
ম্যাসেজ 11
আমার জীবনে তুমি ভগবানের দেওয়া শ্রেষ্ঠ উপহার। আজকে তোমার জন্মদিন এবং আমি চাই এই দিনটি আরও স্পেশাল করে তুলতে। শুভ জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ও ভালবাসা।
ম্যাসেজ 12
আমি আশা করি আপনার সব ইচ্ছা পূরণ হবে। শুভ জন্মদিন বন্ধু!
ম্যাসেজ 13
তোমার হাসি আমার জীবনে সবচেয়ে বড় আনন্দ। আজকে এই দিনটা তোমার। তাই আজকের দিনটা আনন্দের সঙ্গে উপভোগ কর। শুভ জন্মদিন।
ম্যাসেজ 14
আমি তোমাকে জানাতে চাই তুমি আমার জীবনে সবচেয়ে বড় জয়। সমস্ত ভালোবাসা এবং সাপোর্টের জন্য তোমাকে অনেক ধন্যবাদ। শুভ জন্মদিন।
বর্তমান সময়ে আমরা বেশিরভাগ সময়ই সামাজিক যোগাযোগ মাধ্যম অর্থাৎ ফেসবুকে মাধ্যমে পরিচিত মানুষদের জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে থাকি। ফেসবুকে স্ট্যাটাস দিয়ে কাছের মানুষকে ট্যাগ করে তার জন্মদিনের শুভেচ্ছা দেওয়া এখন একটি ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। তবে এক্ষেত্রে আপনারা চাইলে খুব সুন্দর ভাবে কিছু কথা লিখে যে কাউকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে পারবেন। জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস কিভাবে দিবেন তা নিয়েই আমরা আলোচনা করছি।
ভাইয়ের জন্মদিনের শুভেচ্ছা
- একসাথে অনেকগুলো বছর পার করলাম তোর সাথে। মান অভিমান ও করেছি অনেক। তবে আমাদের বন্ধুত্ব আজও আছে সেই আগের মতো, যেমনটা ছিলো আগে। আজকে তোর জন্মদিনে তোর জন্য অগণিত শুভ কামনা রইলো।
- তোমার জন্য আমার অনুভূতি প্রকাশ করার মতো কোন শব্দ আজ আমার কাছে নেই। শুভ জন্মদিন মাই লাভ। প্রার্থনা করব এই পৃথিবীর সব সুখ তোমার জীবনে ভরে উঠুক।
- পৃথিবীর মিষ্টি কেকের থেকেও তোমার হাসি মিষ্টি। আমার জীবনে আসার জন্য তোমায় অনেক ধন্যবাদ। আমার মিষ্টি প্রেমিকার জন্য তার জন্মদিনের এই বিশেষ দিনটিতে অনেক ভালোবাসা পূর্ণ শুভেচ্ছা রইল।
- শুভ জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা রইল আমার তরফ থেকে। আমার অনেক ভালোবাসা রইল তোমার এই স্পেশাল দিনে। আমি তোমাকে কথা দিলাম তোমার জীবনের সব স্বপ্ন আমি পূরণ করব। হ্যাপি বার্থ ডে মাই লাভ।
- আজকের এই দিনটি আমার কাছে খুব স্পেশাল। কারণ আজ তোমার জন্মদিন। আজ আমাদের এই বিশেষ দিনে তোমাকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। এইভাবেই আমি সারাজীবন তোমার পাশে থাকব এবং তোমাকে সব বিপদের হাত থেকে রক্ষা করে যাব। শুভ জন্মদিন সুইটহার্ট।
- শুভ জন্মদিনের অনেক শুভেচ্ছা সেই বিশেষ ব্যক্তিকে যে আমার জীবনে প্রচুর ভালোবাসা এবং খুশি বয়ে এনেছে। আমি খুব অহংকার বোধ করি প্রত্যেকটা মুহূর্ত যখন আমরা একসঙ্গে সময় কাটাই। আমি ভগবানের কাছে প্রার্থনা করব আমাদের জীবনে এই খুশি যেন অটুট থাকে এবং আমাদের এই মিষ্টি সম্পর্ক।
- তুমি আমার জীবনকে পরিপূর্ণ করেছ এবং আমার মুখে হাসি ফুটিয়েছ। তুমি আমার জীবনের সত্যিকারের বন্ধু এবং আমার ভালোবাসা। তোমার এই বিশেষ দিনটিকে আমরা একসঙ্গে উদযাপন করে আরও বিশেষ করে তুলতে চাই। হ্যাপি বার্থ ডে মাই লাভ।
- আমি পৃথিবি সবথেকে লাকি ভাগ্যবান ব্যক্তি কারণ আমার জীবনে তোমার মতো একজন সুন্দর হৃদয়ের মানুষ রয়েছে। অনেক ধন্যবাদ আমার জীবনে আসার জন্য। হ্যাপি বার্থ ডে মাই লাভ।
- প্রেমিকার জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য আপনার মিষ্টি প্রেমিকার মন জয় করতে এই জন্মদিনের শুভেচ্ছাগুলি পাঠাতে পারেন। দেখবেন তার অবশ্যই ভালো লাগবে।
- নতুন সকাল , নতুন দিন নতুন করে শুরু, যা হয় না যেন শেষ, জন্মদিনের অনেক শুভেচ্ছার সাথে পাঠালাম তোমায় এই এসএমএস! শুভ জন্মদিন!
- কার স্যাটারডে প্রিয় দিন কার সানডে আমার সুধু প্রিয় একটা দিন তোমার বার্থডে! হ্যাপি বার্থডে!
- শুভ রজনী শুভ দিন, সামনে আসছে তোমার জন্মদিন, জন্মদিনে কি দিব তোমায়, এক তোড়া গোলাপ ফুল আর এক বুক ভালোবাসা ছাড়া আর কিছু নেই যে আমার শুভ জন্মদিন
- আজকের এই দিনটির জন্য একটা বছর ধরে ওয়েট করছি, কারন এই স্পেশিয়াল দিনে সৃষ্টিকর্তা তোমাকে পৃথিবীতে স্পেশিয়াল করে আমার জন্য পাঠিয়েছে। শুভ জন্মদিন…
- সুন্দর এই ভুবনে সুন্দরতম জীবন হোক তোমার পূরণ, হোক প্রতিটি স্বপ্ন, প্রতিটি আশা তোমার পূরণ, বেচে থাক হাজার বছর। শুভ জন্মদিন
আমরা ছোটবেলা থেকেই নিজের ভাই বোনদের সাথে সবচেয়ে বেশি সময় কাটায়। নিজের ভাইয়ের সাথে কাটানো অনেক মুহূর্ত থাকে যা সারা জীবন আমাদের মনে করিয়ে দেয়। পরিবারের দুঃখ দুর্দশা ভালো সময় খারাপ সময় সবগুলোই নিজের ভাই-বোনদের সাথেই কাটাতে হয়। বাবা মা এর পরে ভাই হচ্ছে আমাদের সবচেয়ে কাছের মানুষ। ভাইয়ের জন্মদিনে তার সাথে কাটানো মুহূর্তগুলো এবং তার অবদান স্বীকার করে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়। আপনার ভাইও যে আপনার জীবনে কত বড় সম্পদ তা স্বীকার করে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে হবে।
বোনের জন্মদিনের শুভেচ্ছা
এই সুন্দর দিনটির জন্য শুভকামনা রইলো”
“এই জন্মদিন তোমার সুন্দরভাবে কাটুক,
আগামী বছরগুলাও তোমার এমনি সুন্দর হোক”
“অতীতের কথা ভূলে যাও, ভবিষ্যতের কথা মনে করো না
আজকের দিনটা ভালো করে উপোভোগ করো
শুভ জন্মদিন”
যে মানুষের জীবনে একজন বোন আছে তার মত ভাগ্যবান এই পৃথিবীতে আর কেউ নেই। বোনের ভালোবাসা পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। আপনার জীবনে যে কয়েকজন মানুষ সবসময় পাশে থাকতে পারে তার মধ্যে বোন একজন। যেকোনো খারাপ সময়ে নিজের বোনের কাছে সাহায্য চাইলে আপনি তাকে পাশে পাবেন। আপনার বোনের জীবনের গুরুত্বপূর্ণ একটি সময়ে অর্থাৎ তার জন্মদিনে শুভেচ্ছা জানানো আপনার দায়িত্ব।
ছেলের জন্মদিনের শুভেচ্ছা
সূর্যের মতন উজ্জ্বল হও
সাগরের মতন হও চঞ্চল
আকাশের মতন উদার হও
আর ঢেউয়ের মতন উত্তাল
শুভ জন্মদিন”
“রাত যায় দিন আসে
মাস যায় বছর আসে
সবাই থাকে সুদিনের আশায়
আমি থাকি তোমার জন্মদিনের আশায়
শুভ জন্মদিন”
বিয়ের পর থেকেই প্রতিটি মানুষ স্বপ্ন দেখতে থাকে একটি সন্তানের। এরপর আপনার জীবনের সেই স্বপ্ন পূরণ হয় একসময়। আপনার ছেলেকে আপনি নিশ্চয়ই ভীষণ ভালোবাসেন এবং তার প্রতিটি জন্মদিনে চেষ্টা করেন সর্বোচ্চ দিয়ে সেলিব্রেট করতে। কিভাবে আপনার ছেলেকে জন্মদিনের শুভেচ্ছা জানাবেন তা আমরা আমাদের পোস্টে আলোচনা করেছি।
মেয়ের জন্মদিনের শুভেচ্ছা
আশা রাখি জীবনের আনন্দ যাত্রায় কখনো সত্যের পথ থেকে সরে যাবে না,
জন্মদিনের শুভেচ্ছে নিও, শুভ জন্মদিন”
অনেকের জীবনে মেয়ে সন্তান আসলে তারা অসন্তুষ্ট হয়। দিন শেষে দেখা যায় একজন মেয়ে সন্তান আপনার পাশে দাঁড়িয়ে সব সময় সাপোর্ট দিতে পারে। তাই ছেলে ও মেয়ে ভাইকেই আপনার সমান চোখে দেখা উচিত। আপনার মেয়েকে তার জন্মদিনের শুভেচ্ছা জানান সবচেয়ে ভালো উপায়ে। তার জন্মদিনে সবচেয়ে ভালো উপহার দেওয়ার চেষ্টা করুন।
স্যারের জন্মদিনের শুভেচ্ছা
“এলো খুশির শুভদিন, সর্বদা থাকে যেনো তোমার মন
এমনি রঙিন, হ্যাপি বার্থডে
শুভ জন্মদিন মামা
শুভ জন্মদিন আপা
আপনার নিশ্চয় জানেন বাবা-মায়ের পরেই শিক্ষকের স্থান। একজন শিক্ষক আপনাকে জ্ঞান দান করে। আপনার জীবনে যদি প্রিয় শিক্ষক থাকে তবে তাকে প্রতিটি জন্মদিনে শুভেচ্ছা জানান। শিক্ষকের শ্রদ্ধা করে আপনার জীবনে তার অবদান স্মরণ করিয়ে দিয়ে শুভেচ্ছা জানানোর চেষ্টা করুন।
স্ত্রীর জন্মদিনের শুভেচ্ছা
স্ত্রী হলো আপনার অর্ধাঙ্গিনী। স্থির জন্মদিনে তাকে শুভেচ্ছা জানালে সে ভীষণ খুশি হবে এবং আপনাদের সম্পর্কের গভীরতা আরো বেড়ে যাবে। তাই স্ত্রীর প্রতিটি জন্মদিনে শুভেচ্ছা জানানোর চেষ্টা করুন এবং ছোট হলেও উপহার দেয়ার চেষ্টা করুন।।