সন্তান লাভের গুরুত্বপূর্ণ আমল

সন্তান আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রহমত আল্লাহ তায়ালা রহমত হিসেবে সন্তান আমাদের দিয়ে থাকেন। মা-বাবার কাছে সন্তানই সবকিছু তাই এই সন্তানকে মানুষ করা এবং একটি নেক ও ঈমানদার সন্তান পাওয়া সকল মা-বাবার লক্ষ্য। আজকে আলোচনা করব কোন আমলের মাধ্যমে আপনি সন্তান লাভ করতে পারেন।

দুর্ভাগ্যজনকভাবে দেখা যায় যে অনেক মা-বাবা অনেক দিন হয়ে যাওয়ার পরও আল্লাহ তাআলা সন্তশি অর্জন করতে পারে না এবং সন্তান লাভ করতে পারে না। বহু জায়গায় ডাক্তার দেখানোর পরেও যখন কাজ না হয় তখন অবশ্যই তাকে আল্লাহ তা আল্লাহর কাছে শরণাপন্ন হতে হবে। এখানে ডাক্তাররা শুধুমাত্র উসিলা মূলত আল্লাহ তায়ালাই যেদিন সন্তান দেবেন সেদিন আপনি সন্তান লাভ করতে পারবেন তাই সবসময় আল্লাহ তায়ালাকে খুশি করতে হবে এবং আমাদের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সন্তান চেয়ে নিতে হবে।

পুত্র সন্তান লাভের জন্য হযরত ইব্রাহিম আলাই সালাম এর আমল

হযরত ইব্রাহিম আলাই সাল্লাম পুত্র সন্তানের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া চেয়েছিলেন এবং আজকে আমরা চেষ্টা করব সেই দোয়ার আলোকে আপনাদের সঙ্গে কিছু কথা বলতে। সন্তান আল্লাহর দেয়া আমাদের অন্যরকম নেয়ামত এবং পুত্র হোক বা কন্যা সন্তান হোক যেটাই হোক না কেন আমাদের সেটা নিয়ে খুশি থাকা উচিত। পুত্র সন্তান লাভের জন্য হযরত ইব্রাহিম আলাই সাল্লাম একটি দোয়া করেছেন বৃদ্ধ বাসি ইব্রাহিম আলাই সাল্লাম আল্লাহ তা’আলা নিকট দোয়া করলেন সৎপত্র সন্তানের জন্য।

আল্লাহতালা তার দোয়া কবুল করলেন এবং তাকে নেক পুত্র সন্তান দান করলেন যা বিস্তারিত এসেছে সূরা সাফফাতে। আল্লাহতালার উম্মতে মুসলিমার জন্যই ইবাম আঃ সালাম পুত্র সন্তান লাভের এই আবেদনটি তুলে ধরেছেন। যাতে বান্দা এ দোয়ার মাধ্যমে তার নিকট সন্তান কামনা করতে পারে দোয়াটি তুলে ধরা হলো:-রাব্বি হাবলি মিনাস সালেহীন (সূরা সফফাত আয়াত ১০০)।

এই দোয়ার অর্থ হলো :- হে আমার লালন পালনকারী! আমাকে এক সত্যতা দান করুন। আল্লাহ তায়ালা উম্মতে মুসলিমার জন্য হযরত ইব্রাহিম আলাই সালাম পুত্র সন্তান লাভের আবেদনটি তুলে ধরেছেন এবং আমাদের এ সম্পর্কে অবগত করেছেন।

নেক সন্তান পাওয়ার কুরআনী আমল ও দোয়া

সুলতান পাওয়ার জন্য কুরআন যে আমলগুলো করতে হবে তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ আমল হচ্ছে সঠিক সময় সঠিক দোয়া। আল্লাহতালা বিভিন্ন মাধ্যমে আমাদের জানিয়েছেন যে দোয়া কবুল হওয়ার বিশেষ কিছু সময় রয়েছে সেই সময়গুলোতে যদি আমরা নেক সন্তান পাওয়ার জন্য আল্লাহতালার কাছে দোয়া প্রার্থনা করি আল্লাহ তায়ালা অবশ্যই আমাদের সে দোয়া কবুল করবেন।

আল্লাহতালার বিভিন্ন নামের উছিলার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে দোয়া প্রার্থনা করতে হবে। সবসময় মনে মনে ইস্তেগফার পাঠ করতে হবে নেক সন্তান পাওয়ার জন্য তার কারণ হলো আপনি ইস্তেগফার পাঠ করলে আল্লাহ তায়ালা আপনার দোয়া কখনোই ফিরিয়ে দেবেনা। এছাড়াও বিভিন্ন হাদিসে দেখা গেছে যে সহবাসের সময় বিভিন্ন দোয়ার মাধ্যমে নেক সন্তান পাওয়া যায়।

হাদিসে বর্ণনা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন”যখন তোমাদের কেউ আপন স্ত্রী সঙ্গে মিলিত হওয়ার ইচ্ছা করে তখন উক্ত দোয়া পড়ে যেন মিলিত হয়। এ মিলনে যদি তাদের কৃষ্ণ দে কোন সন্তান আসে সে সন্তানকে শয়তান কোন ক্ষতি করতে পারবে না”(বুখারি হাদিস 6388)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *