ছেলে সন্তান হওয়ার আমল

পরিবারের যদি একটি সন্তান হয় তাহলে সেই সন্তান পরিবারের জন্য আল্লাহ তাআলার নিকট হতে রহমত নিয়ে আসে। যে সন্তানি জন্মগ্রহণ করুক না কেন আমাদের বাবার মুখে অবশ্যই হাসি ফুটবে। সব সময় চেষ্টা করতে হবে একজন সন্তান যেন নেককার ও ঈমানদার হয় এবং নিজের বাবা-মার জন্য অনেক কিছু করে যেতে পারে তেমন সন্তান কামনা।

এখানে মূল বিষয় হলো সন্তান ছেলে হোক বা মেয়ে হোক এটাতে আপনার কোন হাত নেই এবং আপনি চাইলে সেটা পরিবর্তন করতে। মহান আল্লাহ তা’আলা যা চাইবেন সেটাই হবে তবে এখানে অবশ্যই চাওয়ার কিছু বিষয় আমাদের কাছে থেকে হয়ে থাকে। আপনি যদি সরাসরি পুত্র সন্তান চান সেটা ঠিক হবে না। অনেকেই আছে যারা মেয়ে সন্তান পছন্দ করে না তাই সেই পরিবার বা সেই পরিবারের প্রত্যেকটি সদস্য সব সময় পুত্র সন্তান কামনা করে।

আমাদের ইতিহাসে দেখেছি যে বাংলাদেশে বহু এমন মানুষ খুঁজে পাওয়া গেছে যেই পরিবারে মেয়ে সন্তান হওয়ার পরে সে মেয়ে সন্তান এবং মেয়ে সন্তানের মাকে অনেক অপমান সহ্য করতে হয়েছে। আমরা এটাও সকলে জানি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জন্ম গ্রহণের আগে সৌদি আরবে মেয়ে সন্তান হলে তাকে জ্যান্ত মাটিতে পুঁতে ফেলা হতো। এমন অনেক ইতিহাস রয়েছে মেয়ে সন্তান হওয়ার পেছনে।

মেয়ে হোক বা ছেলে হোক সৃষ্টিকর্তা আপনাকে যে সন্তানের দিচ্ছে সেটাই আল্লাহর রহমত তাই আপনাকে সব সময় খুশি থাকা উচিত। তবে পরিস্থিতি যদি এমন হয় আপনার তিন চারটা সন্তান তার মধ্যে সবাই মেয়ে আপনার একটি পুত্র সন্তান খুবই জরুরী তখন আপনি আল্লাহ তাআলার কাছে যেতে পারেন। এমন পরিস্থিতিতে আল্লাহ তায়ালা আপনাকে ফিরিয়ে দেবে না আশা করছি আজকের আমল গুলো দেখে আপনি একটু হলেও উপকৃত হতে পারবেন।

ছেলে সন্তানের জন্য হযরত ইব্রাহিম আলাই সাল্লাম এর দোয়া

আজকে আমরা জানব ছেলে সন্তানের জন্য হযরত ইব্রাহিম আলাই সাল্লাম কি কি আমল করতেন বা কি কি দোয়া করতেন। বৃদ্ধ বয়সে ইব্রাহিম আলাই সাল্লাম আল্লাহতালার নিকট দোয়া করলেন এবং পুত্র সন্তানের জন্য আবেদন করলেন। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন এবং তাকে একটি নেক পুত্র সন্তান দান করলেন।

কোরআন শরীফের সূরা সাফফাতে এ সম্পর্কে বলা হয়েছে। আল্লাহ তায়ালা উম্মতে মুসলিমার জন্য হযরত ইব্রাহিম আলাই সাল্লাম কে পুত্র সন্তান লাভের এ আবেদনটি তুলে ধরেছেন। যেখান থেকে আমরা শিক্ষা পেতে পারি এবং সেই কোরআনের আয়াতে বলা হয়েছে “রাব্বি হাবলি মিনাস সালেহীন”। সূরা সাফফাত আয়াত ১০০ নম্বর।

এই দোয়াটির অর্থ হল হে আমার লালন পালনকারী আমাকে এক সৎপুত্র দান করুন। আল্লাহ তায়ালা উম্মতে মুসলিমার জন্য হযরত ইব্রাহিম আলাই সালাম কে পুত্র সন্তান লাভের এই আবেদনটি তুলে ধরেছেন কোরআন শরীফ। তাহলে যদি আমরা হযরত ইব্রাহিম আলাই সাল্লাম কে অনুসরণ করি তাহলে নিঃসন্দেহে এই দোয়াটি পুত্র সন্তান লাভের জন্য করতে পারি। অবশ্যই আপনাকে নিয়ম মেনে এই দোয়াটি পড়তে হবে।

পুত্র সন্তান লাভের দোয়া

আমরা আমাদের আর্টিকেলের উপরের অংশে যেয়ে দোয়ার কথা উল্লেখ করেছে এখানে সেই দোয়া কিভাবে পড়তে হবে সে সম্পর্কে আপনাদের প্রাথমিক ধারণা দেওয়ার চেষ্টা করছি। সাধারণত এমন কিছু বিশেষ দোয়া আছে যে দোয়ার ফজিলত অনেক বেশি এবং সেই ফজিলতের বিনিময়ে আমরা অনেক কিছু পেয়ে থাকি। তাই সবসময় আল্লাহ তায়ালার কাছে কিছু চাইলে দোয়ার মাধ্যমে চাওয়া উচিত এতে করে আল্লাহ তায়ালা খুশি হন এবং সঙ্গে সঙ্গে সেই দোয়াটি কবুল করে নেন।

সন্তান ছেলে হোক অথবা মেয়ে হোক সন্তান পাওয়াটা অনেক ভাগ্য বান মানুষের জন্য। আপনারা যারা এই চিন্তাগুলো করছেন তারা নিজের আশেপাশে দেখুন অবশ্যই এমন কিছু পরিবার বা এমন কিছু অভিভাবক পাবেন যাদের সন্তান হয়নি এখন পর্যন্ত এবং তারা বৃদ্ধ হয়ে গেছে। সেই দিক দিয়ে আপনারা অনেক বেশি ভালোতে আছেন এবং সুখে আছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *