রমজান মাসের ছোট ছোট আমল সমূহ

রমজান মাস এমন একটি মাস যেটাকে পবিত্র মাহে রমজান বলে ডাকা হয় তার কারণ হলো এই মাসের প্রত্যেকটি মুহূর্তে আমল করার সুযোগ আছে। শুধুমাত্র যে এই আমলগুলো ফজিলত নয় এমন নয় আল্লাহ তাআলা বলেছেন রমজান মাসের একটি আমলকে 70 গুণ বৃদ্ধি করা হবে। হঠাৎ রমজান মাসে আপনি যদি আমল করে একটি সওয়াব পান তাহলে সেটা 70 গুণ বৃদ্ধি করে দেবেন আমাদের সৃষ্টিকর্তা।

এই মাসে আমাদের সামনে যদি ছোট থেকে ছোট আমল করার সুযোগ আসে তাহলে আমরা কখনোই এই আমলগুলো না করে অপেক্ষা করতে পারি না। তাই আমাদের সুযোগ খোঁজা উচিত ছোট থেকে ছোট আমলের মাধ্যমে কিভাবে নিজের আমলনামাকে খুব সুন্দর ভাবে সাজানো যায় এই রমজান মাসে। হাদিস এবং কোরআনের আলোকে আমরা রমজান মাসের ছোট থেকে ছোট আমলগুলো সম্পর্কে ধারণা নিতে চাচ্ছি আজকের এই আর্টিকেলের মাধ্যমে।

রমজান মাসের ছোট ছোট আমল গুলো কি কি

রমজান মাসের ছোট ছোট আমল গুলোর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ আমল হচ্ছে সব সময় মনে মনে ইস্তেগফার পাঠ করা। আমরা এমনিতেই জানি রমজান মাসে জাহান্নামের দরজা বন্ধ করে দিয়ে জান্নাতের দরজা খুলে দেওয়া হয় এবং এই রমজান মাসে আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের জাহান্নামের আগুন থেকে মুক্ত করে। তাই অবশ্যই সব সময় মনে মনে ইস্তেগফার পাঠ করা আল্লাহ তায়ালা অনেক বেশি খুশি করেন বিশেষ করে রমজান মাসে।

সাদকা করা রমজান মাসের আরও একটি গুরুত্বপূর্ণ আমল। আল্লাহতালা সে সকল বান্দাকে অনেক বেশি পছন্দ করেন যারা প্রচুর পরিমাণে দান করে বিশেষ করে নিজের সামর্থের চেয়েও অতিরিক্ত যারা দান করে তাদের আল্লাহ তায়ালা অনেক বেশি পছন্দ করে।

কোরআন মাঝে তেলাওয়াত করা রমজান মাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমূল এবং এই আমলটি আমরা প্রায়ই প্রত্যেকেই করে থাকি। যারা কোরআন মাঝে শুদ্ধভাবে পড়া জানে তারা অন্তত এই রমজান মাসে একটি বার হলেও কোরআন মাজীদ খতম দিলে তার মনে অনেক প্রশান্তি আসবে এবং আল্লাহ তালাকে তিনি খুশি করতে পারবেন।

নিজের উত্তম চরিত্র গঠনের জন্য রমজান মাস অনুশীলনের মাস হিসেবে আপনি বেছে নিতে পারেন। হতে পারে আপনার অতীত জীবনে আপনি অনেক খারাপ কাজ করেছেন কিন্তু এখন আল্লাহ তাআলার কাছে হাত তুলে খাস তওবার মাধ্যমে আপনি আল্লাহ তাআলার রাস্তায় ফিরে আসতে চাচ্ছেন। আর আপনার একেবারে নিকটে রয়েছে রমজান মাস তাই আল্লাহ তায়ালা যদি আপনার দিকে তাকায় তাহলে আপনি এই রমজান মাসে আপনার চরিত্রের সম্পূর্ণ পরিবর্তন করতে পারেন এবং উত্তম চরিত্র গঠনে ভালো একটি অনুশীলন করতে পারেন।

রমজান মাসের ছোট আমলের মধ্যে আরও একটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে নফল ইবাদত করা। রাত জেগে নফল ইবাদত করা রমজান মাসের আরও একটি গুরুত্বপূর্ণ আমল। এমন অনেক মানুষ খুঁজে পাওয়া যায় যারা রমজান মাসের প্রত্যেকটি রাত জাগ্রত অবস্থায় থেকে নফল ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার প্রিয় বান্দা হওয়ার জন্য চেষ্টা করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *