রমজান মাসের ফরজ রোজা ও গুরুত্বপূর্ণ আমল

আমরা সকলেই জানি যে আমাদের জন্য পুরো মাস জুড়ে আমল করার যে বিধান করে দেওয়া হয়েছে সেটা হচ্ছে রমজান মাসে। আল্লাহতালা এই রমজান মাসে ত্রিশটা রোজা করা আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। শুধুমাত্র যে ফরজ রোজা আমাদের পালন করতে হবে এমন নয় রোজার সঙ্গে আরো কিছু আমল করতে হবে যার মাধ্যমে এই রোজার ফজিলত আরো কয়েকগণ বৃদ্ধি পাবে।

ধর্মপ্রাণ মুসল্লিরা প্রতিবছরে রমজান মাসকে অত্যন্ত আনন্দের সঙ্গে গ্রহণ করে এবং আল্লাহ ভীরু প্রত্যেকটি বান্দা আল্লাহর উদ্দেশ্যে প্রত্যেকটি ফরজ রোজা আদায় করে। তবে শুধুমাত্র রোজার মাধ্যমে আপনি আল্লাহ তায়ালা সন্তুষ্টি অর্জন করতে গেলে হয়তো আপনার মনে চিন্তা থেকে যাবে তাই আরো অন্যান্য আমলের মাধ্যমে আপনি এই চিন্তাগুলো দূর করতে পারেন। আজকে আমরা আলোচনা করব রমজান মাসের কিছু গুরুত্বপূর্ণ আমল যে আমলগুলো সকলেই খুব সহজেই করতে পারে।

রমজানের ১০ টি গুরুত্বপূর্ণ আমল

আরবি রমজান মাসে এমন কয়েকটি গুরুত্বপূর্ণ আমল একজন ঈমানদার ব্যক্তি করতে পারে যে আমলগুলো করতে তার কোন ধরনের কষ্টই হবে না বরং শুধুমাত্র সে রমজান মাসে যে কাজগুলো করে সেগুলো সুন্নাহ এবং কুরআনের আলোকে করতে হবে তাহলে সেগুলো আমলে রূপান্তরিত হবে। আজকে সেরকমই ১০ টি আমলের খোঁজ আমরা করব যে আমলটি আপনি ঈমানদার ব্যক্তি হিসেবে রমজান মাসে করতে পারেন।

হাদিসে বলা হয়েছে আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন”তোমরা চাঁদ দেখে সিয়াম আরম্ভ করবে এবং চাঁদ দেখে ইফতার করবে”(সহি বুখারি হাদিস নাম্বার ১৯০৯)। এই হাদিস থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পেরেছি যে আমাদের প্রিয় নবী আমাদের চাঁদ দেখে রোজা শুরু করার কথা বলেছেন এবং চাঁদ দেখার মাধ্যমে ইফতারি করে রোজার শেষ করে ঈদ পালন করার কথা বলেছেন তাই অবশ্যই আমাদের চাঁদ দেখতে হবে এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল।

রমজান মাসের আরো একটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে রোজা রাখা যেটা আমাদের জন্য ফরজ করা হয়েছে। একজন মুমিনদার ব্যক্তি কখনো সুস্থ থাকা অবস্থায় রোজা রাখা থেকে বিরত রাখতে পারে না নিজেকে। ইফতারের নামের তৃতীয় স্তম্ভ হচ্ছে রোজা এবং এই রোজাকে রমজান মাসে ফরজ করা হয়েছে। এ প্রসঙ্গে আল্লাহপাক নিজে কোরআন মাজীদে এরশাদ করেছেন”হে ঈমানদারগণ! তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেরূপ ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের ওপর, যেন তোমরা পরহেজগারী অর্জন করতে পারো” (সূরা আল বাকারা আয়াত নাম্বার 183)।

রমজান মাসের আরো একটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে তারাবির নামাজ আদায় করা। বাংলাদেশের প্রেক্ষাপটে বেশ কয়েকটি মতামত রয়েছে তারাবির নামাজের নিয়ম নিয়ে তবে আমাদের এই মতামতের ঊর্ধ্বে গিয়ে নামাজ আদায় করতে হবে এবং কখনোই তারাবি নামাজ মিস করা যাবে না।

রমজান মাসের আরেকটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে ইফতার করা যেটা আপনার ফরজ রোজাকে পরিপূর্ণ করবে এবং ইফতারের অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলত রয়েছে।

যে সকল মমিন বান্দারা রমজান মাসে বেশি বেশি ইবাদত করার জন্য আরো নতুন নতুন আমল তালাশ করে তাদের জন্য গুরুত্বপূর্ণ আমলের মধ্যে একটি হচ্ছে ইফতারের আগে দোয়া করা। রোজার বেটিরা যখন খাবারকে সামনে রেখে আল্লাহ তায়ালার উদ্দেশ্যে আল্লাহকে স্মরণ করে কিছু চাইবে তখন আল্লাহ তা’আলা দোয়া কবুল করবেন।

সেহরি করা রমজান মাসের আরো একটি গুরুত্বপূর্ণ আমল যে আমলগুলো আমরা অবশ্যই করে থাকি কিন্তু এটা যদি সহি হয়ে যায় তাহলে সেটা আমলের অন্তর্ভুক্ত হয়ে যাবে।

রমজান মাসের আরেকটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে রোজদার ব্যক্তিদেরকে ইফতার করানো। কোন কোন হাদিসে এটা বর্ণনা হয়েছে যে আপনি যদি একজন রোজদার ব্যক্তিকে ইফতার করান তাহলে তিনি রোজা করার ফলে যে সওয়াব পাচ্ছেন আপনার আমলনামাতেও সময় পরিমাণ সব যুক্ত করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *