পাঁচ ওয়াক্ত নামাজের পর আমল কি কি

সাধারণত আল্লাহ তা’আলা তাঁর বান্দাদের উপর পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করেছেন এবং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর উম্মত হিসেবে আমাদের এই পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ হিসাবে পড়তে হবে। ফরজ ইবাদতগুলো যদি আমরা না পালন করি তাহলে অবশ্যই আমাদের পাপের ভাগীদার হতে হবে।

তবে যারা পাঁচ ওয়াক্ত সালাত নিয়মিত আদায় করি তারা অবশ্যই আল্লাহ তায়ালার নৈকট্য অর্জন করতে পারব এবং আল্লাহ তালাকে আরও বেশি খুশি করার জন্য এই পাঁচ ওয়াক্ত ফরজ সালাতের পরে আমাদের বেশি বেশি আমল করতে হবে এবং কোন কোন আমল করতে হবে সে সম্পর্কে আমাদের কাছে কিছু তথ্য রয়েছে। কোরআন এবং হাদিসের আলোকে এই তথ্যগুলোর কিছু বর্ণনা আজকে আমরা আপনাদের জানানোর চেষ্টা করব।

ফরজ নামাজের পরে যে তিনটি আমল আমাদের প্রিয় নবী করতেন

প্রত্যেক ফরয নামাজের পরের সালাম ফেরানোর পরে আয়াতুল কুরসি পাঠ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল। আমাদের প্রিয় নবী এই আমল করতে বলেছেন নিয়মিত তাই অবশ্যই আমাদের এই আমল করতে হবে। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন “যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসী পড়বে ওই ব্যক্তির জন্য জান্নাতে প্রবেশ করা মৃত্যু ছাড়া আর কোন কিছু বাধা হবে না” (বুখারী, নাসায়, তারাবানি)।

উপরের হাদিস থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পেরেছি যে প্রত্যেক ফরজ নামাজ আদায়ের পরে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আয়াতুল কুরসি পড়া কতটা গুরুত্বপূর্ণ বলেছেন তাই আমরা কখনোই এই আমল থেকে নিজেকে দূরে রাখবো না। তাই অবশ্যই প্রত্যেক ফরজ নামাজের পরে আমাদের আয়াতুল কুরসি পাঠ করতে হবে।

ফরজ নামাজের পরে আরো যে আমল রয়েছে তার মধ্যে একটি হল নিয়মিত ৩ কূল পাঠ করা।এখানে কুরআনুল কারীমের শেষ তিন সূরা যদি কেউ প্রত্যেক ফরজ নামাজের পর একবার পাঠ করে এসবের অনেক ফজিলতের কথা আমরা বিভিন্ন হাদিস এবং বিভিন্ন জায়গাতে জানতে পেরেছি। এ সম্পর্কে হাদিসে আমরা জানতে পেরেছি যে “শয়তানের অনিষ্ঠা ও যাদু টোনা থেকে বাঁচতে সকাল সন্ধ্যায় ৩ সূরার আমল খুবই কার্যকরী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন “যে ব্যক্তি সকাল সন্ধ্যা সূরা ইখলাস ও সূরা ফালাক ও সূরা নাস পড়বে সেসব বিপদ আপদ থেকে নিরাপদ থাকবে” (তিরমিজি)।

ফরজ নামাজের পরে আরো একটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে নিয়মিত তাজবিহ পাঠ করা। আল্লাহর কাছে সব থেকে গুরুত্বপূর্ণ যে জিকির এবং সবথেকে পছন্দের যে জিকির রয়েছে সেই জিকির গুলো বেশি বেশি পাঠ করা ফরজ নামাজের পরে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল। এখানে সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ ৩৩ বার এবং আল্লাহু আকবার ৩৩ বার পড়া নির্দেশ দিয়েছেন।
আমরা তার আল্লাহতালা নৈকট্য লাভের জন্য বেশি বেশি এই আমল গুলো পড়তে পারি ফরজ নামাজের পরে তবে এর জন্য অবশ্যই আমাদের নিয়মিত ফরজ নামাজ পড়ার অভ্যাস করে তুলতে হবে। ফরজ নামাজ ছাড়া এই আমল গুলোর কোন মূল্যই নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *