মৃত মা-বাবার জন্য ১৭ টি কোরআন সুন্নাহ সম্মত আমল

মা বাবা হলেন আমাদের কাছে সবথেকে বড় আপনজন। আমাদের মা বাবার জন্যই আমরা এই পৃথিবীর মুখ দেখতে পেয়েছি। তাই আমাদের সৃষ্টিকর্তার পরে যদি কাউকে বসানো হয় তাহলে সেখানে মা-বাবার অবস্থান হবে। দুর্ভাগ্য জনক ভাবে আমাদের জীবনে যাদের মা-বাবা নেই তাদের মৃত মা-বাবার জন্য অবশ্যই সন্তান হিসেবে আমাদের কিছু আমল করতে হবে।

বিভিন্ন জায়গাতে বিভিন্ন হাদিসের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে মা-বাবার জন্য সন্তানের দোয়া সব থেকে বেশি কবুল হয়। তাই অবশ্যই সন্তান হিসেবে আপনার কর্তব্য নিজের বাবা জন্য সর্বোচ্চ সুন্নাহ মোতাবেক আমল করা। ইতিমধ্যে যারা আমাদের এখানে এ বিষয়ে জ্ঞানী মানুষ যোগদান করেছেন তারা অবশ্যই আমাদের ভুল ত্রুটি গুলো ধরিয়ে দেবেন এবং যদি এর বাইরে আপনাদের কাছে নতুন কোন তথ্য থাকে তাহলে কমেন্ট বক্সে সেগুলো সকলের সামনে উন্মুক্ত করবেন।

পিতা মাতার মৃত্যুর পরে তাদের মাগফিরাতের জন্য সন্তানের করণীয়

পিতা মাতা যখন মৃত্যুবরণ করে তখন সন্তানের জীবনে নেমে আসে কালো ছায়া। তার কারণ হলো আল্লাহ তাআলার পরে এই পৃথিবীতে সব থেকে আপন হচ্ছে আমাদের পিতা-মাতা এবং এই পিতামাতার জন্যই মূলত আমরা এই পৃথিবীতে চলতে শিখেছি এবং থাকতে শিখেছি। দুর্ভাগ্যজনকভাবে যখন পিতা-মাতার দুজনই মারা যায় অথবা একজন মারা যায় তারপরে একজন সন্তান হিসেবে তাদের মাগফিরাতের জন্য অবশ্যই কিছু করণীয় কাজ আমাদের করতে হবে।

মা বাবার জন্য বেশি বেশি দোয়া করতে হবে। আপনি একটি বিষয় মাথায় রাখবেন আপনার মা-বাবা মারা গেছেন কিন্তু তারা অবশ্যই আপনার সঙ্গে আছেন পরকালে যদি আপনি ভাল কাজের জন্য জান্নাতে যেতে পারেন তাহলে তাদের সেখানে পাবেন। অবশ্যই এর জন্য বেশি বেশি দোয়া করতে হবে এবং আমল করতে হবে। কোরআনে এসেছে মা বাবার জন্য দোয়া করতে হবে এবং সেই দোয়াটি হল”রাব্বির হামহুমা কামা রাব্বা ইয়ানেছ সাগিরা”।

সদকে জারিয়া প্রদান করা। তাই অবশ্যই আপনার মা-বাবা যদি মৃত্যুবরণ করে তাহলে আপনি সন্তান হিসেবে মা-বাবার উদ্দেশ্যে সাতকাহয়ে জারিয়া প্রদান করতে পারেন।

এবারে যে কাজটা আপনি করতে পারেন সেটা হচ্ছে মা বাবার পক্ষে সিয়াম পালন করা। এবং এর পাশাপাশি হজ ও ওমরা পালন করতে পারেন।

মৃত মা-বাবার জন্য সন্তানের করণীয়

দুর্ভাগ্যজনকভাবে যাদের মা বাবা মৃত্যুবরণ করেছেন তাদের জন্য অবশ্যই সন্তানকে কিছু গুরুত্বপূর্ণ আমল করতে হবে যে আমলের মাধ্যমে আল্লাহ তা’আলা তাদের উপর সন্তুষ্ট হন। এবং সন্তানের আমল যেন বা বাবার কাজে লাগে মৃত্যুর পরে তেমনভাবে আমল করতে হবে।

তবে জীবিত থাকা অবস্থায় অবশ্যই মা-বাবাকে সন্তানকে ঈমানদার ও মমিন হিসেবে গড়ে তুলতে হবে এবং নেককার বান্দা হিসেবে গড়ে তুলতে হবে। মা বাবা হিসেবে আল্লাহর পথে সন্তানকে ছোটবেলা থেকেই পরিচালিত করতে হবে যে এখানে সন্তান বড় হয়ে আল্লাহ তাআলার একজন ঈমানদার বান্দা হতে পারে এবং মা বাবার জন্য আমল করতে পারে।

মা বাবা মৃত্যু বরণ করার পরে সন্তানের প্রথম দায়িত্ব হল দোয়া ও ক্ষমাপ্রার্থনা করা। সন্তান হিসেবে আপনি যখন আল্লাহর কাছে মা-বাবার পক্ষ হয়ে দোয়া করবেন এবং ক্ষমাপ্রার্থনা করবেন অবশ্যই আল্লাহ তায়ালা আপনার কথা শুনবে। এ প্রসঙ্গে আল্লাহ বলেন”যারা তাদের পরে এসেছে, তারা বলেন, হে আমার প্রভু! আপনি আমাদের ক্ষমা করুন এবং আমাদের পূর্ববর্তী যেসব ভাই ঈমানের সঙ্গে গত হয়ে গেছে তাদের ক্ষমা করুন”সুরা হাশর আয়াত নাম্বার ১০।

দান-সদকা করতে হবে অর্থাৎ মা-বাবা মারা গেলে মা-বাবার উদ্দেশ্যে দান সদকা করা অন্যতম একটি আমল। এছাড়া রোজা রাখতে পারেন রোজা রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল এবং কুরআন তেলাওয়াত করতে হবে অর্থাৎ মা-বাবাকে উদ্দেশ্য করে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *