ইফতারের পূর্বের আমল গুলো কি কি

আল্লাহ তাআলা যে ইবাদাত গুলো আমাদের করতে বলেছেন তার মধ্যে তার নিজের জন্য শুধুমাত্র যে ইবাদত কে নির্বাচন করেছেন সেটা হচ্ছে রোজা। সিয়াম পালন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল এবং যারা সিয়াম পালন করে তাদের আল্লাহতালা অনেক বেশি পছন্দ করে। আজকে আমরা এই রোজার একটি গুরুত্বপূর্ণ অংশ ইফতার এবং এই ইফতারের পূর্ববর্তী সময়ে যে আমলগুলো রয়েছে সে আমলগুলো নিয়ে কথা বলার চেষ্টা করব।

বিভিন্ন হাদিস এবং কোরআনের বিভিন্ন আয়াতে উল্লেখ করা হয়েছে যে রোজার ব্যক্তিদের আল্লাহতালা অনেক বেশি সম্মানিত করবেন এবং তাদের পুরস্কার আল্লাহ তায়ালা নিজের হাতে দেবেন। আল্লাহতালা নৈকট লাভের জন্য এবং আল্লাহতালা কে আরো বেশি খুশি করার জন্য ইফতার কে সামনে রেখে আমরা বিভিন্ন ধরনের আমল করতে পারি যে আমল আমাদের জন্য অত্যন্ত ফজিলতময় হবে। চলুন আজকে জানাজাক আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতার কে সামনে রেখে কি কি আমল করতেন।

ইফতারের সময় রয়েছে কিছু করণীয় গুরুত্বপূর্ণ আমল

ইফতারের বিধান সম্পর্কে সারাদিন উপবাস করে সূর্যাস্তের সঙ্গে সঙ্গে রোজা ভাঙ্গা বা কলার উদ্দেশ্যে কিছু খাওয়াকে ইফতার বলা হয় এবং এই প্রসঙ্গে প্রিয় নবী সাঃ বলেছেন “সূর্যাস্তের ব্যাপারে নিশ্চিত হওয়ার পরে দেরি না করে দ্রুত ইফতার করে নেওয়া সর্বোত্তম” (বুখারী)। তাই আমাদের নবীদের জন্য পালানোর জন্য সময়মতো ইফতার করতে হবে এবং আমাদের প্রিয় নবী ইফতারের পূর্ববর্তী সবাই যে আমলগুলো করতেন সেই আমলগুলো সম্পর্কে জানতে হবে।

ইফতারের পূর্বে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে আমলগুলো করতেন

আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সালাম কিতাবকে সামনে রেখে বেশ কয়েকটি আমল করতেন তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ আমল হচ্ছে দোয়া করা। তার কারণ হলো আল্লাহ তা’আলা এমনিতেই রোজাদার ব্যক্তিদের অনেক বেশি পছন্দ করতেন এবং সেই রোজাদার ব্যক্তিরা যখন ইফতার কে সামনে রেখে আল্লাহতালা সন্তুষ্টি অর্জনের জন্য সাভারে না খেয়ে আল্লাহতালার কাছে দুই হাত চেয়ে ক্ষমাপ্রার্থনা করবেন অবশ্যই আল্লাহ তায়ালা তাকে ফিরিয়ে দেবেন না।

তাই আমাদের প্রিয় নবী বিভিন্ন দোয়ার মাধ্যমে আল্লাহ তালাকে খুশি করার জন্য ইফতারের আগে বিভিন্ন ধরনের দোয়া করতেন। “আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিযকিকা আফতরাতু”যার অর্থ দাঁড়ায় “হে আল্লাহ! আমি তোমার জন্য রোজা রেখেছি এবং তোমারও দেওয়া রিজিক দ্বারা ইফতার করছে”। (আবু দাউদ মুরসাল মিশকাত)
এ ধরনের আরও বহু দোয়া আছে ইফতারের আগে আপনি এই দোয়াগুলো করতে পারেন এবং আল্লাহ তায়ালার সান্নিধ্য লাভের জন্য দুই হাত তুলে ক্ষমা প্রার্থনা করতে পারেন।

এছাড়াও ইফতারের পূর্বে আপনি ইফতারি করার দোয়া করতে পারেন। ইফতারের পূর্বে সূর্য অস্ত গেছে কিনা সেটা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল তার কারণ হলো আপনাকে একেবারে শিওর হতে হবে সূর্যাস্ত গেছে কিনা এবং তখনই ইফতার করতে হবে এবং সেই ইফতার অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। এই গুরুত্বপূর্ণ আমলগুলো আমরা করতে পারি যে আমাদের মাধ্যমে আমাদের রোজার ফজিলত আরো বৃদ্ধি করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *