গর্ভবতী হওয়ার আমল

সাধারণত সঠিক সময়ে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার আদেশ আমাদের ধর্মে রয়েছে। একজন পুরুষ যখন প্রাপ্তবয়স্ক হবে তখন অবশ্যই তাকে বিয়ের প্রস্তুতি গ্রহণ করতে হবে এবং একজন মহিলা যখন প্রাপ্তবয়স্ক হবে তখন অবশ্যই তাকে বিয়ে করে ফেলতে হবে। বিয়ে করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং এর ফলে আল্লাহ তায়ালার রহমত দুজনের ওপরই বর্ষিত হতে পারে।

এবং বিয়ের পরবর্তী সময়ে একজন অভিভাবকের প্রধান লক্ষ্য হলো সন্তান গ্রহণ এবং সেই সন্তান গ্রহণের মাধ্যমে সে তার জীবনে পরিপূর্ণতা পায়। আপনি আপনার আশেপাশে লক্ষ্য করতে পারেন যাদের সন্তান আছে তারা কেমন আছে এবং যাদের সন্তান নেই তাদের জীবনে কতটা শূন্যতা রয়েছে। তাই সবসময় চেষ্টা করবেন সন্তান গ্রহণে আল্লাহ তায়ালার শরণাপন্ন হতে এবং আল্লাহ তাআলা কোন আমলের মাধ্যমে সন্তান গ্রহণের জন্য চেষ্টা করতে বলেছেন সেগুলো জানতে। আজকে আমরা মেয়েদের জন্য বিশেষভাবে এমন একটি আমল সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি যে আমলের মাধ্যমে তিনি গর্ভধারণের সক্ষমতা অর্জন করতে পারেন।

গর্ভধারণের জন্য দোয়া

সাধারণত যে সকল বিবাহিত মহিলাদের বিবাহ হওয়া কয়েক বছর হয়ে যাওয়ার পরেও গর্ভধারণের বিভিন্ন ধরনের জটিলতা দেখা দিচ্ছে তারা চাইলে কোরআনের কিছু আমলের মাধ্যমে আল্লাহ তায়ালা সন্তুষ্টি অর্জন করতে পারেন এবং আল্লাহ তালার পক্ষ থেকে রহমত অর্জন করতে পারেন। তবে সবার প্রথমে আপনাকে মানসিক বিষন্নতা দূর করতে হবে এবং আল্লাহর উপর বিশ্বাস আনতে হবে এবং আল্লাহ তা’আলা যেন আপনাকে সন্তান দেয় সেই বিশ্বাসে আল্লাহতালার কাছে প্রার্থনা করতে হবে।

তবে অবশ্য আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে তার কারণ হলো যে কোন রোগের চিকিৎসার জন্য আল্লাহ তা’আলা চেষ্টা করতে বলেছেন তাই আপনি যত চেষ্টা করবেন আল্লাহতালা তত বেশি খুশি হবে। আর বেশি বেশি করে দোয়া করতে হবে সেটা কোরআনের আয়াত থেকে হতে পারে অথবা হাদিস থেকে হতে পারে।

“রাব্বি হাবলি মিলাদুনকা যুররিই ইয়াতান তাই-য়িবাতান ইন্নাকা সামিউল দুয়া।”এই দোয়াটির অর্থ হল-আমার পালনকর্তা, আপনার পক্ষ থেকে আমাকে একটি পবিত্র সন্তান দান করুন। নিশ্চয়ই আপনি অতিশয় দোয়া কবুলকারী। (সূরা আল ইমরান আয়াত ৩৮)। এই দোয়াটি নিয়মিত পাঠের মাধ্যমে আল্লাহ তা’আলা অবশ্যই আপনার ওপর খুশি হবেন এবং আপনার গর্ভে সন্তান দানের সক্ষমতা আপনাকে দান করবে।

এছাড়াও ইব্রাহিম আলাই সাল্লাম প্রায় ৮০ ঊর্ধ্ব বয়সে আল্লাহ তায়ালার কাছে একটি নেক পুত্র সন্তানের জন্য একটি দোয়া করেছিলেন এবং আল্লাহ তা’আলা সেটা সকলকে জানানোর উদ্দেশ্যে কুরআনে নিয়ে এসেছেন সেই দোয়াটি এখন আমরা জানবো। “রাব্বি হাবলি মিনাস সালেহীন”এই দোয়ার অর্থ হচ্ছে-হে আমার পালনকর্তা, আপনার পক্ষ থেকে আমাকে সৎ সন্তান দান করুন। (সূরা সফফাত আয়াত ১০০)।

তবে অবশ্য এই দোয়াগুলো দোয়া কবুল হওয়ার সময়ে অর্থাৎ উপযুক্ত সময় আপনাকে করতে হবে যার মাধ্যমে আপনার আল্লাহতালা নৈকট্য অর্জন করতে পারেন। দোয়া কবুলের যে বিশেষ সময় গুলো রয়েছে সে সম্পর্কে আমাদের এই ওয়েবসাইটে যথেষ্ট আর্টিকেল রয়েছে আপনারা চাইলে সেখান থেকে সে সম্পর্কে তথ্য জানতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *