শুক্রবারের আমলসমূহ

আমাদের আল্লাহ তায়ালা আমাদের জন্য সবচেয়ে সাত দিন রেখেছেন এবং সাত দিনের মধ্যে সবথেকে পবিত্র এবং সবথেকে ফজিলতময় যে দ্বীনের ঘোষণা করেছেন সেটা হচ্ছে শুক্রবার। শুক্রবারের দিনকে আমরা জুমার দিনে হিসেবেও ঘোষণা করি এবং এই জুমার দিনের বিশেষ ফজিলত রয়েছে যা আমল গুলো দ্বারা আরো পরিপূর্ণ করে।

ঈমানদার ও মমিন ব্যক্তিরা সবসময় আল্লাহতালাকে খুশি করার জন্য গুরুত্বপূর্ণ সময় গুলোতে আমল করে এবং আপনি যদি একটি সপ্তাহের গুরুত্বপূর্ণ সময় বেছে নেন তাই হলে সেটা হচ্ছে শুক্রবার। আলোচনা করার চেষ্টা করব কোরআন এবং হাদিসের আলোকে শুক্রবারের কি কি আমলে একজন মুমিন ব্যক্তি করতে পারে এবং শুক্রবারের এই আমলগুলো দ্বারা কি কি ফজিলত সে পেতে পারে।

শুক্রবারের ফজিলত নয় আমল

শুক্রবারে সবার প্রথমে যে আমাকে একজন মুমিন ও ঈমানদার ব্যক্তি করতে পারে সেটা হলো খুব সকালে ঘুম থেকে উঠতে পারে এবং ফজরের সালাত জামাতের সঙ্গে আদায় করতে পারে। শুক্রবারের আমল গুলোর মধ্যে এটি সবথেকে গুরুত্বপূর্ণ আমল তার কারণ হলো আপনি যখন ফজরের জামাতের সঙ্গে আদায় করবেন এবং সেটা শুক্রবারে হবে তাহলে অবশ্যই আপনার দিনের শুরু থেকেই আমল করার অভ্যাস হয়ে যাবে।

এরপরে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে পবিত্রতা অর্জন করা অর্থাৎ গোসল করা এবং পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরা এবং উত্তম সুগন্ধি মাখার মাধ্যমে পবিত্রতা অর্জন করতে হবে। শুক্রবারের আমল গুলোর মধ্যে পবিত্রতা অর্জন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল।

এরপরে যে কাজটি আপনি করতে পারেন সেটা হলো জুমার নামাজকে কেন্দ্র করে যতটা সম্ভব আগে আগে জুমার নামাজের জন্য মসজিদে প্রবেশ করা। জুমার নামাজে সবার প্রথমে যে মসজিদে যেতে পারবে এবং তারপরে যে মসজিদে যেতে পারবে এইভাবে যারা মসজিদে যাবে তাদের সম্পর্কে হাদিসে বহু বর্ণনা পাওয়া গেছে তাই আমরা এই সুযোগটি কখনোই মিস করবো না।

এরপরের শুক্রবারে জুমার নামাজের খুতবা খুব মনোযোগ সহকারে পড়তে হবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল। সকলে জানি যে শুক্রবার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন এবং এই দিনে জুমার সালাত আদায় করা হয় এবং এই জুমার সালাতের বিশেষজ্ঞ হল খুতবা তাই এই খুতবা কে আমাদের গুরুত্ব সহকারে শুনতে হবে।

খুতবা চলাকালীন সময়ে কোন ধরনের শব্দ করা যাবে না এবং আপনারা চাইলে খুতবার পরবর্তী সময়ে চার রাকাত সুন্নত নামাজ আদায় করে নিতে পারেন।

শুক্রবারের দোয়া কবুল হয় তাই আমরা চেষ্টা করব এই শুক্রবারে বেশি বেশি দোয়া করতে। শুক্রবারের আসরের নামাজ থেকে শুরু করে মাগরিবের নামাজের মধ্যবর্তী সময়টুকু অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় এবং এই সময়টুকুতে দোয়া করলে দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয়। তাই যারা ঈমানদার ও মমিন ব্যক্তি আছেন তারা শুক্রবারে এই আমলটুকু করতে পারেন যে আমলের মাধ্যমে আল্লাহতালা সন্তুষ্ট অর্জন করা যায় এবং আল্লাহ তায়ালাকে খুশি করে নিজের মনে চাওয়া পাওয়া পূরণ করা যায়।

মমিন ও ঈমানদার ব্যক্তিরা সবসময় আল্লাহ তায়ালা সন্তুষ্টি অর্জনের জন্য আমল করতে পছন্দ করেন এবং তারা সেই আমলগুলোই করেন আল্লাহ তাআলার কাছে যে আমলগুলো সব থেকে প্রিয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *