১৯৩৭ সালের বাংলা ক্যালেন্ডার

বাংলা ক্যালেন্ডার সাধারণত বাঙালিদের জন্য তৈরি করা এমন একটি ক্যালেন্ডার যেটা বহু বছর আগে থেকেই বাঙালিরা ব্যবহার করে আসছে। এই বাঙালি বলতে শুধুমাত্র স্বাধীনতার পরবর্তী বাঙালিকে বোঝানো হয়নি স্বাধীনতার আগে থেকেই উপমহাদেশের যে বাঙালির জন্ম হয়েছিল তাদের প্রথম ব্যবহার এই বাংলা ক্যালেন্ডার। বাংলা ক্যালেন্ডার এ যথেষ্ট গ্রহণযোগ্যতা রয়েছে।

আজকের এই আর্টিকেল থেকে আপনারা জানতে পারবেন বাংলা ক্যালেন্ডারের সঠিক কিছু ইতিহাস এর পাশাপাশি আমরা 1937 সালের ক্যালেন্ডার এর কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরবো। আপনাদের সামনে ১৯৩৭ সালের বাংলা ক্যালেন্ডারের ১২ মাসের বিভিন্ন তথ্য আমরা তুলে ধরার চেষ্টা করব আশা করছি শেষ পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থেকে এই বিষয়ে যথেষ্ট জ্ঞান আহরণ করতে পারবেন।

বাংলা ক্যালেন্ডার এর সঠিক ইতিহাস

সাধারণত আমরা যে ক্যালেন্ডার ব্যবহার করি সেখানে ইংরেজি ক্যালেন্ডারের পাশাপাশি বাংলা ক্যালেন্ডার দেওয়া থাকে। কিন্তু এই ক্যালেন্ডার কখন আবিষ্কার হয়েছে এবং এ আবিষ্কার এর পেছনে কি ইতিহাস আছে সেটা অনেকেই জানেনা। মূলত বঙ্গাব্দের শুরু হয় সম্রাট আকবরের সিংহাসনে আহরণের দিন থেকে যেদিন তিনি সিংহাসনে উঠেছিলেন।

এই দিনের হিজরী তারিখ হিসাব করলে ৯৬৩ হিজরী এবং ১৫৫৬ খ্রিস্টাব্দ। উপমহাদেশের শাসকরা চন্দ্র মাস ভিত্তিক হিজরী ক্যালেন্ডার অনুযায়ী তাদের সাম্রাজ্য পরিচালনা করতেন কিন্তু সম্রাট আকবরের সিংহাসনে বসার পরবর্তী সময় থেকেই চালু হয়ে যায় নতুন ক্যালেন্ডার আর সেটা হয় বাংলা ক্যালেন্ডার।

সাধারণত এই হিজরী মাস অনুযায়ী 354 দিনে এক বছর যা এক সৌর বছরের চেয়ে ১১ দিন কম যার কারণে প্রতিবছর বা প্রতি তিন বছর অন্তর অন্তর ঋতুর সঙ্গে ক্যালেন্ডারের একটি ভালো পার্থক্য লক্ষ্য করা যেত। অনেক সময় দেখা যায় যে শীতকালের মহরম মাস ১০ বছর পরে গ্রীষ্মকালে হয় তাই কৃষকের উৎপাদিত ফসল বিক্রি করে খাজনা পরিষদ করে সবসময় সম্ভব হতো না।

এই সমস্যাগুলো উপলব্ধি করার পর সম্রাট আকবর তার জ্যোতির্বিজ্ঞানী আমির ফতে উল্লাহ খান সিরাজী কে নির্দেশ দেন এমন একটি পঞ্জিকা বানাতে যাতে খাজনা আদার মাস ফসল তোলার সময় স্থির থাকে। এই ভাবেই মূলত ৬৯২ হিজরী বা ১৫৮৪ খ্রিস্টাব্দে বাংলা ক্যালেন্ডার আবিষ্কৃত হয়।

১৯৩৭ সালের ১২ মাসের বাংলা ক্যালেন্ডার

আমাদের মাঝে অনেকেই আছে যারা বাংলা ক্যালেন্ডার সম্পর্কে কোন কিছুই জানে না বলতে গেলে বাংলা ১২ মাসের নামও জানেনা। আমরা আপনাদের ১৯৩৭ সালের সম্পূর্ণ বাংলা ক্যালেন্ডার পিডিএফ ফাইল আকারে জানাবো তবে তার আগে কিছু প্রশ্ন আপনাদের কাছে আছে। বাঙালি হিসেবে বাংলা ক্যালেন্ডারের কতটুকু ইতিহাস আপনি জানেন এবং এই বাংলা ক্যালেন্ডারের বারো মাসের নাম আপনার জানা আছে কিনা এটা একটু চেক করে নিবেন। তার কারণ হচ্ছে আপনি যদি নিজেকে বাঙালি হিসেবে পরিচয় দিতে চান তাহলে অবশ্যই এই তথ্যগুলো আপনার থাকার প্রয়োজন রয়েছে। বাংলা ১২ মাসের নাম নিচে উল্লেখ করা হলো।

বৈশাখ
জ্যৈষ্ঠ
আষাঢ়
শ্রাবণ
ভাদ্র
আশ্বিন
কার্তিক
অগ্রহায়ণ
পোষ
মাঘ
ফাল্গুন
চৈত্র।

১৯৩৭ সালের কোন তারিখ কোন দিন ছিল

১৯৩৭ সালের বাংলা ক্যালেন্ডার অনুযায়ী বৈশাখ মাস শুরু হয় শুক্রবার দিয়ে। অর্থাৎ আমরা বলতে পারি বাংলা ক্যালেন্ডার অনুযায়ী বাংলা সাল ১৯৩৭ সাল শুরু হয় সুন্দর একটি দিন শুক্রবার দিয়ে। এর পরবর্তী জোষ্ঠ মাস শুরু হয় সোমবার এবং আষাঢ় মাস শুরু হয় বৃহস্পতিবার দিয়ে। ১৯৩৭ সালের শেষ দিন ছিল শুক্রবার। ১৯৩৭ সাল বাঙ্গালীদের জন্য একটি বিশেষ বছর ছিল কারণ এই বছরের শুরুর দিন শুক্রবার এবং শেষের দিন শুক্রবার।

আপনারা যারা ১৯৩৭ সালের বাংলা ক্যালেন্ডার pdf ফাইল আকারে অথবা ছবি আকারে সংগ্রহ করতে চাচ্ছেন তারা আমাদের দেওয়া এই লিংক ফলো করতে পারেন। www.google.com এ লিংক ব্যবহার করে আপনারা অনায়াসেই এখান থেকে 1937 সালের বাংলা ক্যালেন্ডার ডাউনলোড করে সংরক্ষণ করে নিতে পারেন।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *