আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার কার্যকরী দোয়া

আজকে আমরা জানার চেষ্টা করব আমরা যখন আল্লাহ তাআলার কোন পরীক্ষার সম্মুখীন হয়ে অর্থাৎ আল্লাহ তায়ালা যখন আমাদের পরীক্ষা করেন তখন সেই পরীক্ষা থেকে উত্তীর্ণ হওয়ার জন্য কোন দোয়ার মাধ্যমে আমরা আল্লাহ তায়ালা সন্তুষ্ট অর্জন করতে পারি। আমরা আমাদের জীবনে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সমস্যায় পড়ে এবং সেই সমস্যাগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য যখন আল্লাহতালার কাছে আমরা দোয়া করি তখন অবশ্যই আল্লাহ তায়ালা সে দোয়া কবুল করেন।

তবে একটি বিষয় হয়তো আমরা অনেকে উপলব্ধি করতে পারি না আল্লাহ তা’আলা আমাদের অনেক সময় পরীক্ষা করার জন্য এই বিপদ আপদে ইচ্ছে করেই তৈরি করেন যাতে করে আমরা আল্লাহ তায়ালা সন্তুষ্টি অর্জন করতে পারি এবং আল্লাহ তালাকে বারবার স্মরণ করি। এবং আল্লাহ তালাকে এই বিপদের সময় আমরা যত বেশি স্মরণ করব আল্লাহ তায়ালা আমাদের উপর ততই বেশি খুশি হবেন এবং এটাই হচ্ছে মূল পরীক্ষা।

আমরা এই পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে অবশ্যই বিপদের সময় আল্লাহ তাআলাকে ডাকতে হবে এবং ধৈর্য ধরতে হবে আল্লাহ তায়ালার ওপর বিশ্বাস রেখে। যে সকল তাজবিহ তাহলে আমরা করব এবং যে সকল তওবা ইস্তেগফার করবো সে সম্পর্কে আজকে জানার চেষ্টা করব। আল্লাহ তাআলা দুনিয়ার যাবতীয় ক্ষয়ক্ষতি থেকে মুক্ত থাকতে এবং তার যাবতীয় পরীক্ষায় পাশ করতে আমাদের এমন কিছু ধরা শিখিয়েছেন যে দোয়াগুলো খুবই ফজিলত হয়।

বিপদ থেকে মুক্ত হওয়ার দোয়া

আমরা সকলে অবগত আছি যে বিপদ থেকে মুক্তি হওয়া বা বিপদে পড়লে আমরা সাধারণত আল্লাহ তায়ালার কাছ থেকে এই সকল বিষয় থেকে মুক্ত হওয়ার জন্য একটি দোয়া করতে পারি। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিপদে দুশ্চিন্তা বিপদ-আপদে পড়লে এই দোয়া পড়তেন এবং তার উম্মত হিসেবে আমাদের এই দোয়া পড়তে উৎসাহিত করেছেন।

“হাসাবানাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল, নেমাল মাওলা ওয়া নিমান নাসির”যার অর্থ দাড়ায় ‘ আল্লাহ তাআলাই আমাদের জন্য যথেষ্ট, তিনি হলেন উত্তম কর্ম বিধায়ক; আল্লাহ তাআলাই হচ্ছেন উত্তম অভিভাবক এবং উত্তম সাহায্যকারী।’

উপরের দোয়াটি আমরা আল্লাহ তায়ালা যে কোন পরীক্ষা থেকে উত্তীর্ণ হওয়ার জন্য এবং যে কোন ধরনের বিপদ আপদ এবং জটিল সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য পাঠ করতে পারি। মহান আল্লাহ তালাই আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদের ভালো-মন্দ সবকিছু আল্লাহ তায়ালাই সবথেকে ভালো বোঝেন।

সেই মহান সত্তা যিনি তার সৃষ্টির সেরা হিসেবে আমাদের সৃষ্টি করেছেন এবং তিনি যদি আমাদের সৃষ্টি না করতেন তাহলে আমাদের কোন অস্তিত্ব থাকত না তার প্রতি আমরা শিরকৃতজ্ঞ এবং সেই কৃতজ্ঞতা প্রকাশে এবং আল্লাহ তাআলার মহিমা প্রকাশের জন্য আমরা এই দোয়া সবসময় ব্যবহার করতে পারি। এবং উপরে যে দোয়াটি উল্লেখ করা হয়েছে সেই দোয়া বিভিন্ন হাদিস দ্বারা বিভিন্ন সময় প্রমাণিত হয়েছে।

আমরা বিভিন্ন সময় বিভিন্ন বিপদ আপদ থেকে মুক্তি পাওয়ার জন্য অবশ্যই এই দোয়াটি পাঠ করব এবং এই দোয়া ব্যাপারে সকলকে উৎসাহিত করার চেষ্টা করব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *