বিশ্ব ভালোবাসা দিবসের শুভেচ্ছা, ছন্দ ,বার্তা, পিকচার, ছবি, SMS

প্রিয় বন্ধুরা, আমরা আজ আপনাদের সাথে আলোচনা করব। আমাদের আজকের পোষ্টের মাধ্যমে আপনারা ১০০ টিরও বেশি ভালোবাসা দিবসের ছন্দ সংগ্রহ করতে পারবেন। তাই এই পোস্টের শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন এবং আপনার প্রয়োজনীয় ছবি ও বার্তাগুলো সংগ্রহ করে নিন।
আপনারা নিশ্চয় জানেন ১৪ই ফেব্রুয়ারি সারা বিশ্বে ভালোবাসা দিবস পালন করা হয়। ভালোবাসা দিবসের দিন আমরা সবাই প্রিয় মানুষকে উইশ করি এবং তাদের জন্য আকর্ষণীয় উপহার দিয়ে থাকি। যেকোনো কাপলের জন্যই ভালোবাসা দিবসের দিনটি খুব স্পেশাল হয়ে থাকে। এই দিনটিতে প্রতিটি কাপল সারাদিন একসাথে থাকে আর অনেক সুন্দর সুন্দর মুহূর্ত উপভোগ করে। আমরা আজ আপনার সাথে আলোচনা করব কিভাবে আপনার প্রিয় মানুষকে ভালোবাসা দিবসের দিন উইশ করবেন এবং সুন্দর সুন্দর বার্তা পাঠিয়ে তার মন ভালো করার চেষ্টা করবেন। আমাদের কাছে ভালোবাসা দিবসের জন্য স্পেশাল কিছু ছবি রয়েছে যেগুলো নিজের ভালোবাসার মানুষের সাথে শেয়ার করতে পারবেন।
এই পোস্টে আপনারা যা যা পাবেন
১. ভালোবাসা দিবসের শুভেচ্ছা ছন্দ
২. ভালোবাসা দিবসের শুভেচ্ছা বার্তা
৩. ভালোবাসা দিবসের শুভেচ্ছা পিকচার
৪. ভালোবাসা দিবসের ছবি ডাউনলোড
ভালোবাসা দিবসের শুভেচ্ছা ছন্দ
* তোমায় ভালোবাসা ছিলো আমার জীবনের দ্বিতীয় শ্রেষ্ঠ কাজ , আর প্রথমটি ছিলো তোমায় খুজে বের করা।ভালোবাসি তোমায় এবং সর্বদা বাসবো, আজ বললাম ও সারা জীবন বলবো। হ্যাপি ভ্যালেন্টাইন ডে…
** ভালবাসা বুকের ভিতর হয়েছে নিঃশ্বাস, তোমার প্রেমে বেঁচে আছি এই তো বিশ্বাস, জান, আমার জান, তুমি আমার প্রাণের মাঝে প্রাণ | জান, আমার জান, তুমি আমার প্রাণের মাঝে প্রাণ |
** আমার জীবনে কেউ নেই তুমি ছাড়া, আমার জীবনে কোনো স্বপ্ন নেই তুমি ছাড়া, আমার দুচোখ কিছু খোজেনা তোমায় ছাড়া,আমি কিছু ভাবতে পারিনা তোমায় ছাড়া , আমি কিছু লিখতে পারিনা তোমার নাম ছাড়া,আমি কিছু বুঝতে চাইনা তোমায় ছাড়া!
** আমি চাইনা তুমি আমাকে বার বার বলো আমি তোমাকে ভালোবাসি.কিন্তু আমি চাচ্ছি তুমি আমার জন্য একটু অপেক্ষা করো, আমি বলছিনা তুমি আমাকে অনেক ভালোবাসবে কিন্তু আমি বলছি তুমি আমাকে একটু সুযোগ দিও তোমাকে মন উজার করে ভালোবাসতে।
** মনেতে আকাশ হয়ে রয়েছো ছড়িয়ে,বলনা কোথায় রাখি তোমায় লুকিয়ে।থাকি যে বিভোর হয়ে শয়নে স্বপনে॥যেও না হৃদয় থেকে দূরে হারিয়ে,আমি যে ভালবাসি শুধু-ই তোমাকে॥
** টিপ টিপ বৃষ্টি পড়ে, তোমার কথা মনে পড়ে। এ মন না রয় ঘরে, জানি না তুমি আসবে কবে! এ প্রান শুধু তোমায় ডাকে, আমায় ভালবাসবে বলে! ফুল হাতে থাকবো দাঁড়িয়ে, বলবো আমি তোমায় পেয়ে। সাত সমুদ্র পাড়ি দিয়ে পেয়েছি তোমায় খুঁজে… হ্যাপী ভ্যালেন্টাইন ডে
** তুমি আমার সৃষ্টিসীমার বাইরে হতে পার, কিন্তূ আমার হৃদয় থেকে দূরে নয়॥ তুমি আমার নাগালের বাইরে যেতে পার, কিন্তূ আমার মন থেকে নয়॥ আমি তোমার কাছে কিছু না হতে পারি! But তুমি আমার জীবনের সবকিছু॥
** এই মন চাই শুধু তোমায় ভালোবাসি
এই মন চাই শুধু তোমার কাছে আসি
এই মন চাই শুধু তোমার মুখের হাঁসি
এই মন চাই শুধু থাকতে তোমার পাশাপাশি।
I Lovve you…, Happy Valentines Day.
** যখন ঘুম আসে, তখন স্বপ্ন আসে
যখন স্বপ্ন আসে, তখন তুমি আসো
আর যখন তুমি আসো, তখন ঘুম আসেনা।
** ভালোলাগে মেঘেঢাকা স্বপ্নের জাল বুনতে
ভালোলাগে নীল আকাশের রঙধনু খুঁজতে
ভালোলাগে যদি তুমি আমায় কাছে ডাকলে
আর ভালোলাগে যদি তুমি আমায় মনে রাখলে।
** যত ভালোবাসা পেয়েছি তোমার কাছ থেকে
দুষ্টু এই মন চাই আরও বেশি পেতে
কিজাই পারে ফিরলোনা পথভোলা সেই অচিনপাখি
তোমার কোন দোষ ছিলোনা, ভালোবাসায় ছিল ফাঁকি।
** তোমার জন্য রইলো আমার স্বপ্নে ভেজা ঘুম
একলা থাকা শান্ত দুপুর, রাত্রি নিঝুম
তোমার জন্য রইলো আমার দুষ্টু চোখের ভাষা
মনের মাঝে লুকিয়ে রাখা অনেক ভালোবাসা।
** জীবনটা আজ সাদা পাতা, লেখার কিছুই নেই
মরুভূমিতেই দাড়িয়ে আছি, পুরনো আমি সেই
হটাৎ করে কেন কাঁদে আজ আমার মন
তাকিয়ে দেখি হারিয়ে গ্যাছে আমার আপনজন।নি তোমার মধ্যে কি আছে
এই মন চাই তোমাকে আরও বেশি কাছে পেতে।
** ভালো যদি বাসোই তাকে ডানামেলে উড়তে দাও
অনেক রাতের আকাশ ছুয়ে তোমার কাছে ফিরতে দাও
হতে
ভালোবাসা দিবসের দিন রাত বারোটার পর পরই নিজেদের প্রিয় মানুষকে আমরা হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে উইশ করে থাকি। এই happy valentines day wish করার সময় আমরা যদি সহজ ভাষায় না বলে একটু কাব্যিক ভাষায় বলার চেষ্টা করি তবে ব্যাপারটি সুন্দর হয়। ভালোবাসা দিবসের এই দিনটি স্মরণীয় করে রাখতে প্রতিটি প্রেমিকের উচিত ছন্দময় ভাষায় নিজের প্রিয় মানুষকে ভ্যালেন্টাইন্স ডে উইশ করা।আপনি চাইলে ইংরেজি অথবা বাংলা যে কোন ভাষায় নিজের প্রিয় মানুষকে ভালবাসতে উইশ করতে পারবেন। আমাদের পোস্টে অনেক বাংলা ও ইংরেজি কবিতা রয়েছে যেগুলো থেকে কিছু লাইন সংগ্রহ করে নিজের ভালোবাসার মানুষকে জন্য পাঠাতে পারবেন।
সহজ ভাষায় উইশ করলে এর মধ্যে স্পেশাল কিছু থাকে না কিন্তু যদি একটু ভিন্নভাবে উইশ করার চেষ্টা করেন তবে আপনার প্রিয় মানুষ অনেক খুশি হবে এবং আপনাদের জন্য দিনটি অনেক অনেক স্পেশাল হবে। তাই বুদ্ধিমানের কাজ হবে আমাদের পোস্টগুলো থেকে ভালোবাসা দিবসের সব ছন্দ গুলো সংগ্রহ করে নিজের প্রিয় মানুষকে পাঠানো।
ভালোবাসা দিবসের শুভেচ্ছা বার্তা
১) শুভ ভালোবাসা দিবস! যদিও আমরা একে অপরের সাথে থাকতে না পারি! তবুও সবসময়ের মতো যতটা আমি তোমাকে জানতে চেয়েছি বুঝাতে চেয়েছি। আশা করি তুমিও সেভাবেই আমাকে বুঝবে। ভালোবাসা দিবসের অশেষ শুভেচ্ছা।
২) আমার ভালোবাসার কবিতা (তুমি কি আমার ভ্যালেন্টাইন হবে) আমার ভালোবাসার কবিতা তুমি কি আমার সকাল হবে? আমি জানি আমি তোমার। তুমি সাগরের মতো, আর আমি তোমার তীরের মতো, তুমি অবিরাম ঢেউয়ের মতো আর আমি তোমার অপেক্ষার বালি। এবং আমি চিরকাল অপেক্ষা করব যখন তুমি আসবে এবং আমার হাত মসৃণ করবে। আমি চিরকাল অপেক্ষা করব, শুধু তোমারই জন্য।
৩) ভালোবাসা দিবস মানে ভালোবাসার দিন। ভালোবাসা দিবস মানে স্নেহের দিন। আমার চিন্তা স্বাভাবিকভাবেই তোমার দিকে মোড় নেয়। আমি অনেক কিছু মনে করি, বড় এবং ছোট যা তুমি আমাকে দিয়েছো। তুমি আমাকে সর্বদা সদয় আলোতে দেখো; তুমি আমার জীবনের একটি আভা, সোনালী এবং উজ্জ্বল স্বপ্ন। এমন সুখী বন্ধনের জন্য কৃতজ্ঞ। ভালোবাসা দিবসের শুভেচ্ছা প্রিয়।
৪) ভ্যালেন্টাইন একটি সুন্দর এবং পবিত্র দিন। সব প্রেমিক প্রেমিকার জন্য ভ্যালেন্টাইন একটি সুন্দর দিন। আজকের দিনটি তোমার জন্যই উৎসর্গিত। কারণ তুমি আমার মিষ্টি ‘ভ্যালেন্টাইন’। হ্যাপি ভ্যালেন্টাইন’স ডে সুইটহার্ট।
৫) আমি আপনার সৌন্দর্য দ্বারা মুগ্ধ, আপনার মায়ার দ্বারা মন্ত্রমুগ্ধ এবং আপনার ভালবাসা দ্বারা মন্ত্রমুগ্ধ। আশ্চর্যের কিছু নেই আমি সবসময় আপনার কথা ভাবি। আমি আপনার সাথে প্রতিটি ভ্যালেন্টাইন উদযাপন করতে চাই। শুভ ভালোবাসা দিবস।
৬) ভাবছো কি আমার ভ্যালেন্টাইন প্রেমিক ভালোবাসা দিবসে আমার জন্য কি রেখেছে! ভালোবাসার প্রেমিক আমাকে কী দেবে! কেমন সারপ্রাইজ হবে? এটা আমার জন্য মজুদ টাকা হবে? এটা কি হীরার আংটি হবে? এটা কি সুখের গান হবে? এটা কি নতুন গাড়ি বাড়ি হবে? না..! ভালোবাসা দিবসে তোমার আমার অনুভূতির আদানপ্রদান হবে মাত্র। একটি স্বপ্নের বাস্তবায়ন হবে মাত্র। যা সবসময় ই আমরা কামনা করেছি। ভালোবাসা দিবসে ভালোবাসা নিও প্রিয়।
৭) ভ্যালেন্টাইন মানেই সময় কাটানো। ভ্যালেন্টাইন এর মানে যার যাকে আপনি ভালোবাসেন তার অনুভূতি জাগানো। ভ্যালেন্টাইন এর মানে হল একে অপরের প্রতি বিশ্বাস, ভরশা, হাসি এবং সুখ। ভ্যালেন্টাইন সেই দিনটি যেদিন আপনি এবং আমি প্রেমের সাথে থাকবো। আমারভালবাসা সত্য এবং আপনার সম্পর্কও মিথ্যা নয়। কারণ মিথ্যা দিয়ে ভালোবাসা হয়না। ভালোবাসা দিবসের শুভেচ্ছা।
আপনারা অনেকেই ভালোবাসা দিবসের দিন একটু দুশ্চিন্তায় পড়ে যান কিভাবে নিজের প্রিয় মানুষকে উইশ করবেন তা নিয়ে। আমাদের আজকের পোস্টে আমরা দেখাবো কিভাবে আপনার প্রিয় মানুষকে ভালোবাসা দিবসের বার্তা পাঠাবেন। ভালোবাসা দিবসের দিন আপনার প্রিয় মানুষকে আপনি কতটা ভালোবাসেন তা বার্তার মাধ্যমে বোঝাতে হবে। আপনার ভালবাসার কথাগুলো লিখে যদি প্রিয় মানুষকে উইশ করেন তবে সে ওই মুহূর্তে নিজেকে অনেক লাকি মনে করবে। তাই শুধু শুধু স্ট্রেইট ভাষায় উইশ না করে একটু ভিন্ন ভাবে চেষ্টা করে দেখুন। আপনি যদি রোমান্টিক মানুষ হয়ে থাকেন তবে এই জায়গায় অন্যদের থেকে অনেকে এগিয়ে থাকবেন।
ভালোবাসা দিবসের শুভেচ্ছা পিকচার
একদিন দুজন হাঁটবো আবার উড়বে তোমার চুল,
একদিন শূন্য বাতাস ছুঁয়ে যাবে কৃষ্ণচূড়ার ফুল ,
@@@ হ্যাপি ভ্যালেন্টাইন ডে @@@
ভালোবাসা বুকের ভেতর হয়েছে নিঃশ্বাস ,
তোমার প্রেমে বেঁচে আছি এইতো বিশ্বাস ,
জান আমার জান, তুমি আমার প্রানের মাঝে প্রান ।
@@@ হ্যাপি ভালেন্টাইন্স ডে @@@
মনেতে আকাশ হয়ে রয়েছো ছড়িয়ে ,
বলোনা কোথায় রাখি তোমায় লুকিয়ে ,
থাকি যে বিভোর হয়ে শয়নে স্বপনে ,
যেওনা হৃদয় থেকে দূরে হারিয়ে ,
আমি যে ভালোবাসি শুধুই তোমাকে ।
।… হ্যাপি ভ্যালেন্টাইন ডে …।
মনে ঘড়িতে বাজছে অ্যালার্ম হয়েছে সময়,
ভেতর থেকে বলছে হৃদয় আজ ভালোবাসি তোমায় ।
হ্যাপি ভ্যালেন্টাইন ডে ……
ভালো একবার যখন বেসেছি ছাড়বো না আর হাল,
আমি তোমার পাশেই আছি থাকবো চিরকাল ।
টিপ টিপ বৃষ্টি পরে, তোমার কথা মনে পড়ে,
এ মন না থাকে ঘরে, জানিনা তুমি আসবে কবে,
এ প্রান শুধু তোমায় ডাকে , আমায় ভালবাসবে বলে,
ফুল হাতে থাকবো দাঁড়িয়ে বলবো আমি তোমায় পেয়ে,
সাত সমুদ্র পাড়ি দিয়ে পেয়েছি তোমায় খুজে।
হ্যাপি ভ্যালেন্টাইন ডে …।।
আমি চাইনা তুমি আমাকে বার বার বলো
আমি তোমাকে ভালোবাসি, কিন্তু
আমি চাচ্ছি তুমি আমার জন্য একটু অপেক্ষা করো ,
আমি বলছি না তুমি আমাকে অনেক ভালবাসবে
কিন্তু আমি বলছি তুমি আমাকে একটু সুযোগ দিও
তোমাকে মন উজার করে ভালবাসতে ।
আমি সেই সুতো হবো , যে তোমায় আলোকিত করে নিজে জ্বলে যাবো ,
আমি সেই নউকো হবো যে তোমায় পার করে নিজেই ডুবে যাবো ,
হবো সেই চোখ যে তোমায় দেখেই বুজে যাবো ,
হবো সেই সুর যে তোমায় মাতিয়ে করুন হবো ,
হবো সেই চাঁদ যে হয়ে গেলে আধ, তোমাকে আলো দেবে
দিন ফিরে এলেই আবার ফুরিয়ে যাবো , শুধু ভালবেসো আমায় ।
প্রিয় মানুষ ছাড়াও আমরা আমাদের অনেক বন্ধু-বান্ধবকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানিয়ে থাকি। বন্ধুবান্ধবকে ভালোবাসার শুভেচ্ছা জানানোর জন্য আপনারা ভালোবাসা দিবসের শুভেচ্ছা পিকচার গুলো ব্যবহার করতে পারবেন। এই পিকচারগুলো সরাসরি নিজের বন্ধু বান্ধব কে পাঠাতে পারবেন এবং এই পিকচারের মধ্যে ভালোবাসা দিবসের শুভেচ্ছা লেখা থাকবে। এমন অসংখ্য ছবি আমাদের কাছে রয়েছে এবং আপনারা যেন সহজে ডাউনলোড করতে পারেন তার ব্যবস্থা করেছি।
ভালোবাসা দিবসের ছবি ডাউনলোড
ভালোবাসা দিবসটাকে কেন্দ্র করে অনেক এডিটররা সুন্দর সুন্দর ছবি এডিট করে থাকেন। সুন্দরভাবে সাজানো এইসব ছবিগুলো আপনার ভালোবাসা দিবসের দিন কাছের মানুষগুলোকে পাঠাতে পারবেন অথবা নিজের ফেসবুক প্রোফাইলে কিংবা স্টোরি তে ব্যবহার করতে পারবেন। আশা করি এসব ছবিগুলো আপনারা আমাদের পোস্ট থেকে ডাউনলোড করে নিবেন এবং প্রয়োজন মতো ব্যবহার করবেন।