স্টাইলিশ জামার হাতার ডিজাইন

যখন কোন নতুন জামা তৈরি করা হয় সে জামাটির ডিজাইন যেন নতুন হয় সেরকম নানা ভাবে চিন্তা করা হয়। মনে হয় কিভাবে কোন ডিজাইনটি চেঞ্জ করলে এই জামাটি দেখতে ভালো লাগবে আবার কোন জামার সাথে কোন সালোয়ার ও ম্যাচিং ওড়না পড়লে এই জামাটি পড়তে ভালো লাগবে। আবার অনেক সময় এক কালার কাপড় কিনে সেখানে হাতের ডিজাইন করলে সে জামাটি কেমন লাগবে এরকম চিন্তা মাথায় চলে আসে। 

সবাই চাই জামা তৈরি করলে সে জামাটি যেন একটু আনকমন হয় এবং সেই জামাটি পড়লে যেন সবার মধ্যে অনেক বেশি ভালো লাগে। তবে যে কোন জামা তৈরি করতে হলে প্রথমেই তার ডিজাইনটি সিলেক্ট করতে হবে কারণ জামার ডিজাইন যত বেশি ভালো লাগবে তত বেশি ভালো হবে সে জামাটি। যখন কোন শপিংমলে জামা কিনতে যাওয়া হয় তখন সিম্পল সিম্পল ডিজাইনের জামার দাম অনেক বেশি হয় এবং এই জামার ডিজাইন গুলো অনেক বেশি ভালো হয় না। 

আবার কিছু কিছু জায়গায় ডিজাইন ভালো হয় কিন্তু সেই জামার কাপড় ভালো থাকে না আবার সেই কাপড় গুলো ভাল হলে ম্যাচিং করা ওর না মেলে না। এইসব সমস্যার থেকে সমাধান মিলতে হলে আপনাকে চলে আসতে হবে আমাদের ওয়েবসাইটে এবং ঘরে বসে আপনি সকল বিষয়ে সকল তথ্য সঠিকভাবে জানতে পারবেন। যেমন আপনি জানতে পারবেন কোন কাপড়ের সাথে কোন কালার সালোয়ার ও ম্যাচিং ওড়না পরলে ভালো লাগবে বা এক কালার কাপড়ের ওপর কোন সুতা দিয়ে কাজ করলে সে জামাটি দেখতে অনেক বেশি গর্জিয়াস লাগবে। 

আবার আপনি আপনার নিজের পছন্দমত কাপড় কিনে ট্রেনে সে জামা তৈরি করলে সেই কাপড়টি ভালো হবে এবং আপনি আরামদায়ক ভাবে পড়তে পারবেন। এসব কিছুর জন্য আপনাকে আসতে হবে আমাদের ওয়েবসাইটে এবং আপনি পছন্দ করতে পারবেন কোন ডিজাইনের জামাটি আপনার পছন্দ হয়। অনেক অনেক ডিজাইনের মধ্যে আপনি জামা পছন্দ করতে পারবেন কোন জামাটি সবথেকে আনকমন মনে হবে আপনি সেই জামাতেই পছন্দ করতে পারবেন। শুধু জামা পছন্দ করলে হবে না যে আমার ডিজাইনে হতে হবে অনেক বেশি আনকমন স্টাইলিশ ডিজাইন। 

ধরেন আপনি একটি কামিজ তৈরি করলেন সে কামিজের হাতা যদি হয় একটু বেশি আনকমন তাহলে জামাটি দেখতে বেশ ভালো লাগবে। এছাড়াও যখন আপনি করতে বানাবেন বা গোল জামা তৈরি করবেন তখন জামাটি হাতা একটু ঢিলা নিবেন এবং হাতায় অনেক বেশি গর্জিয়াস কাজ থাকবে তাহলে দেখবেন সে জামাটি অনেক বেশি গর্জিয়াস হয়ে গিয়েছে। যারা নিত্যনতুন জামা পড়তে পছন্দ করে তারা সব সময় চাইবে নতুন কিছু তৈরি করতে আর এই নতুন জামা তৈরি করতে হলে গলার ডিজাইন এবং হাতার ডিজাইন সব সময় আনকমন রাখতে হবে তাছাড়া কোনভাবে সম্ভব হবে না যে আমার মধ্যে নতুনত্ব নিয়ে আসা। 

স্টাইলিশ জামার হাতার ডিজাইন

অনেক সময় যারা হাতের কাজ করা জামা তৈরি করে তাদের ক্ষেত্রে বিষয়টি আলাদা তারা যখন ম্যাচিং করার ডিজাইন জামার সাথে যেমন হাতায় তৈরি করবে তখন সে জামাটি দেখতে আরো বেশি সুন্দর লাগবে। আর এই ধরনের জামাগুলো সুন্দর করতে হলে আপনাকে সবদিকে খেয়াল রাখতে হবে যে আমাকে কাপড় কেমন এবং কোন ডিজাইনের সাথে ম্যাচিং করতেছে সে বিষয়টি মাথায় রাখতে হবে। যখন আপনি নিজে পছন্দ করে কোন জামা তৈরি করবেন তখন  সেই জামাটি হবে ফিটিং এবং আরামদায়ক আপনার জন্য। 

এভাবেই আপনি ঘরে বসে বিভিন্ন ডিজাইনের জামা তৈরি করতে পারেন শুধুমাত্র আমাদের ওয়েবসাইট থেকে ডিজাইন সংগ্রহ করবেন এবং যেকোনো টেলার্স এ গিয়ে সেই ডিজাইনগুলো দেখালে খুব সহজেই আপনি জামা তৈরি করতে পারবেন। অনেক বেশি সময় লাগবে না যদি আপনি সঠিকভাবে ডিজাইন টেইলার্সে দেখাতে পারেন। অনেক সময় টেইলার্সে গিয়ে ডিজাইন পছন্দ করতে হলে নানা রকম হয়রানি সহ্য করতে হয় কারণ তখন তাড়াহুড়ার মধ্য দিয়ে কোন ডিজাইন পছন্দ হয় না সেজন্য ঘরে থেকেই ডিজাইন পছন্দ করে ফেলুন এবং জামা তৈরি করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *