শাবান মাসের আমল আল কাউসার

সূরা আল কাউসার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা এবং এই সূরাকে অত্যন্ত ফজিলত নয় হিসেবে আল্লাহতালা ঘোষণা করেছেন। শ্রাবণ মাসে সূরা আল কাউসার আমরা কিভাবে আমল করব সে সম্পর্কে কাছে জানার চেষ্টা করব। আজকে আমরা জানার চেষ্টা করব শাবান মাসে সূরা আল কাউসার কিভাবে ব্যবহার করতে হবে।

কুরআন মাজিদে অনেকগুলো ছোট সূরা আছে তার মধ্যে প্রত্যেকটি ছোট সূরার আলাদা আলাদা বিশেষত্ব আছে। তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা হচ্ছে সূরা আল কাওসার এবং এই সূরা আল কাওসার আপনি বিভিন্ন সময় বিভিন্নভাবে ব্যবহার করতে পারেন নামাজের মধ্যে।

সাধারণত নফল নামাজ এবং নফল ইবাদতের মধ্যে বেশি বেশি করে সূরা আল কাওসার আপনি ব্যবহার করতে পারেন যেটা আপনার আখেরাতের জন্য অত্যন্ত ফজিলত পূর্ণ হবে।

শাবান মাসের ফজিলত ও আমাদের করণীয়

শাবান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস এবং এই ফজিলতপূর্ণ মাসে আমাদের যে কাজগুলো করতে হবে সে সম্পর্কে আজকে ধারণা নেওয়ার চেষ্টা করব। শাওয়াল মাসে বেশি বেশি করে আল্লাহ তাআলার রহমত অর্জনের জন্য আমাদের ইবাদত করতে হবে।

শাওয়াল মাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল হচ্ছে বেশি বেশি করে রোজা রাখা যেটা আমাদের করা উচিত। হযরত উমামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তা’আলা আনহুর রাসূলুল্লাহ সাল্লাম কে জিজ্ঞাসা করলেন হে আল্লাহর রাসূল শাবান মাসে আপনাকে যত রোজা রাখতে দেখি অন্য মাসে এত পরিমাণ রোজা রাখতে দেখিনি। আপনি কেন এ মাসে এত বেশি রোজা রাখেন?

এর উত্তর আমাদের প্রিয় রাসুল বললেন এটি এমন একটি মাস যা রজব ও রমজান মাসের মত গুরুত্বপূর্ণ দুইটি মাসের মধ্যে পড়ে আর অধিকাংশ মানুষ এ মাসটি সম্পর্কে গাফেল থাকে। অর্থাৎ এ মাসটি সম্পর্কে তারা বেখবর থাকে উদাসীন থাকে যার ফলে তারা ভালো আমল করে না তারা ভাবে যে রমজানেই তো আছে (নসাই)।

শাবান মাসে আরেকটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে বেশি বেশি কোরআন মাঝে তেলাওয়াত করা। করার মাঝে তেলাওয়াত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল এবং সেটা যদি শাবান মাসে হয় তাহলে অবশ্যই সেটা অত্যন্ত ফজিলত নয়।

শাওয়াল মাসের আরেকটি গুরুত্বপূর্ণ আমল হল একটি দোয়া পাঠ করা এবং আমাদের প্রিয় নবীর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব সাবান এই দুই মাস ব্যাপী এই দোয়াটি পাঠ করতেন:-আল্লাহুম্মা বারিক লানা ফির রজব ওয়া শাবানা ওয়া, বাল্লিগ না রমাদান।

শাবান মাসের যে ৪ ইবাদত বেশি করবেন

শাবান মাসে যে এবাদাত গুলো করতে হয় তার মধ্যে গুরুত্বপূর্ণ চারটি ইবাদত নিয়ে এখন কথা বলব।

বেশি বেশি রোজা রাখতে হবে অর্থ শাবান মাসে যে গুরুত্বপূর্ণ আমল রয়েছে তার মধ্যে একটি হলো বেশি বেশি রোজা রাখা।

বেশি বেশি কোরআন মাঝে তেলাওয়াত করা শাবান মাসের আরেকটি গুরুত্বপূর্ণ আমল যেটা আমরা খুব সহজেই করতে পারি এবং অন্যকে কোরআন হাদিস শিখতে সাহায্য করতে পারি।

বেশি বেশি সাদকা করা শাবান মাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল এবং এর পাশাপাশি চার নাম্বার আমলটি হল বেশি বেশি ইস্তেগফার পাঠ করা যেটা আমাদের প্রত্যেকটি মুহূর্তেই করে থাকা উচিত।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *