ফেসবুক স্ট্যাটাস টিপস 2023 সুন্দর সুন্দর স্ট্যাটাস দিয়ে মানুষকে আকৃষ্ট করুন

বন্ধুরা আপনাদের দীর্ঘ দিনের প্রতিক্ষার অবসান ঘটিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা নিয়ে আবারো আপনাদের মাঝে আসলাম। আজ আমরা ফেসবুকে সুন্দর সুন্দর স্ট্যাটাস দেওয়া নিয়ে কথা বলবো। কিভাবে আপনি সুন্দর সুন্দর স্ট্যাটাস দিয়ে আপনার আশেপাশের মানুষকে আকৃষ্ট করতে পারেন সেই বিষয়ে টিপস দিব আজকের লেখায়। আপনার ফেসবুক অ্যাকাউন্টে সুন্দর সুন্দর স্ট্যাটাস দিয়ে আপনার আশেপাশের মানুষকে আকৃষ্ট করতে হলে আমাদের লেখা টি সম্পূর্ণ মনোযোগ দিয়ে পড়ুন এবং সবসময় আমাদের সাথেই থাকুন।

আমরা যারা ফেসবুক ব্যবহার করি তাদের সবাই কমবেশি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে থাকি। আমাদের দৈনন্দিন জীবনযাপন ও আমাদের সাথে ঘটে যাওয়া নানা ঘটনা নিয়েই আমরা আমাদের ফেসবুক একাউন্টে স্ট্যাটাস দিই। আমাদের অনেক বন্ধুদের ফেসবুক পেজ ও গ্রুপ রয়েছে যারা সেইসব গ্রুপ ও পেজে নিয়মিত লেখালেখি করে।

আমাদের অনেক বন্ধুদের ফেসবুক পেজ ও গ্রুপ থাকলেও তারা ঠিকমতো স্ট্যাটাস সাজাতে পারে না। আজ আমাদের লেখায় আমরা সম্পূর্ণ ক্লিয়ার করে বোঝাবো কিভাবে সুন্দরভাবে গুছিয়ে আপনার স্ট্যাটাস লিখতে পারেন এবং আপনার ফেসবুক বন্ধুদের কাছে তা উপস্থাপন করতে পারেন। চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে আমরা আমাদের মূল আলোচনা শুরু করি।

আমাদের আজকের পোষ্টে আপনারা যা যা পাবেন

১. সুন্দর সুন্দর ফেসবুক স্ট্যাটাস
২. সুন্দর সুন্দর ক্যাপশন
৩. ফেসবুক স্ট্যাটাসে বেশি বেশি লাইক ও কমেন্ট পাওয়ার নিয়ম

সুন্দর সুন্দর ফেসবুক স্ট্যাটাস

“যে নিজের দূর্বলতা আড়াল করতে গিয়ে নিজেকেই আড়াল করে ফেলে সে ভীতু,কাপুরুষ ।”

কিছু কিছু মানুষ এত খারাপ এত নীচ হয় যাদের দেখে ডাস্টবিনের কীটও বলে -উপরওয়ালার কাছে শুকরিয়া কারন আমাকে তর মত মানুষ করে সৃষ্টি করেননি ।

পৃথিবীর খারাপ মানুষগুলো ভাল মানুষ সাজার অভিনয় এমন নিখুতভাবে করতে পারে যেটা সত্যিকার ভাল মানুষদের দৃশ্যের আড়াল করে দেয় ।

উচ্ছাস যখন সীমানা পেরিয়ে যায় তখন সেটা পাগলামিতে রুপ নেয় !!

যে দিন চলে যায় – সে দিনগুলো বিবর্ণ বা নিরাকার থাকলেও আমরা একসময় সেগুলোকে সাদা কালো বা রঙিন মলাটে মুড়িয়ে একটা আকার দিয়ে দেই । তারপর সেটাকে নিয়ে গল্প করি – আহা আগে কি সুন্দর দিন কাটাইতাম ।

পথের বুকের হাঁড়েহাঁড়ে মিশে আছে পথিকের সোনালী পদচিহৃ।

আমরা সব সময় সাজানো-গোছানো জিনিসপত্র পছন্দ করি। আমরা যে ঘরে বসবাস করি সেই ঘর যদি সাজানো-গোছানো না হয় আমরা মোটেও সেই ঘরে থাকতে পারবো না। ঠিক একইভাবে আমাদের ফেসবুক অ্যাকাউন্ট যদি সাজানো-গোছানো না হয় তাহলে আমাদের বন্ধুরা আমাদের ফেসবুক প্রোফাইল ভিজিট করার সময় আমাদের রুচি নিয়ে প্রশ্ন তুলতে পারে।

আপনি যদি নিজেকে রুচিশীল হিসেবে উপস্থাপন করতে না পারেন তবে কখনোই অন্যের দৃষ্টি আকর্ষণ করতে পারবেন না। আপনার কথাবার্তা ও কাজে আপনার আশেপাশের মানুষকে মুগ্ধ করতে না পারলে তারা আপনাকে দূরে সরিয়ে রাখবে।

আমাদের আশেপাশের বন্ধু-বান্ধব আত্মীয়-স্বজন সবাই আমাদের ফেসবুক একাউন্টে বন্ধুতালিকায় থাকে। আমরা কি ধরনের স্ট্যাটাস ফেসবুকে দিচ্ছি তা সবাই দেখতে পায়। তাই ফেসবুক স্ট্যাটাস দেওয়ার সময় আমাদের লক্ষ্য রাখতে হবে আমাদের ফেসবুক স্ট্যাটাস গুলো জানাও সুন্দর ও সাজানো-গোছানো হয়। আমরা চাইলে বড় বড় কবি সাহিত্যিকের উক্তি গুলো আমাদের ফেসবুক একাউন্টে স্ট্যাটাস হিসেবে দিতে পারি। এ থেকে আমাদের বন্ধুরা নতুন নতুন উক্তি পড়তে পারবে এবং আমাদের রুচি নিয়ে কখনোই প্রশ্ন তুলতে পারবে না।

সুন্দর সুন্দর ক্যাপশন

তোমারা যারা মাটি হতে চাও,প্রথমে তোমরা পথিক হও ।

সব মানুষ মারা যাওয়ার পর পঁচে না,কেউ কেউ পঁচে যাওয়ার পর মারা যায় ।

আসলে জীবন কখন যে কতটুকু বদলে যায় সে খেয়ালটা বোধয় আমাদের সচরাচর থাকে না – আর যখন খেয়াল হয় তখন বদলে যাওয়ার এক নষ্টালজিক অনুভুতি আমাদের মাঝে কাজ করতে থাকে । আর ভাবি আহারে সবাই এবং সবকিছু কেমন বদলে গেছে

আমাদের অনেক বন্ধুরা ফেসবুকে ছবি আপলোড করার সময় কি ক্যাপশন দিবে তা নিয়ে চিন্তায় পড়ে যায়। আপনি যখন কোন ছবি আপলোড করবেন তখন লক্ষ্য করবেন আপনার ছবিটি কোন ঘটনা প্রকাশ করছে, ছবিটি যে বিষয়গুলো ইঙ্গিত করছে তা একটু ভেবেই আপনি আপনার ক্যাপশন খুঁজে নিতে পারবেন।

ধরুন আপনি ঈদের দিনে ঘুরতে গিয়ে কিছু ছবি তুলেছেন এবং তা ফেসবুকে আপলোড করতে চাচ্ছেন, এক্ষেত্রে আপনাকে ঈদের শুভেচ্ছা জানিয়ে ক্যাপশন দেওয়ার চেষ্টা করতে হবে। তাছাড়া বিভিন্ন ছবিতে দেবার মত ক্যাপশন গুলো আমাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারবেন।

ফেসবুক স্ট্যাটাসে বেশি বেশি লাইক ও কমেন্ট পাওয়ার নিয়ম

“নতুন করে একটা জিনিস পাওয়ার চেয়ে হারানো জিনিস খুঁজে পাওয়ার মাঝে আনন্দ বেশি।”

ফেলে আসা সময়ের জন্যে আমরা যে সময় ব্যয় করি সে সময়ের হিসেব আমরা রাখি না।

যে জেনেশুনে ভুল করে তাকে সেটা শুধরানোর অনুরোধ করাটা আরও বড় ধরনের ভুল।

অধিকাংশ মানুষ বলতে চায় কিন্তু শুনতে চায় না।যারা শুনতে চায় তারা বোঝতে চায় না ।আর যারা বোঝতে চায় তাদরকে বোঝানো সবার পক্ষে সম্ভব হয় না ।

ইদানিং কোন কিছু চাইতে ভয় হয় কারন যদি না পাই কিংবা যার কাছে চাইব সে যদি ফিরিয়ে দেয় -তাই মনে মনে পেয়ে গেছি চিন্তা করে নিজেকে শান্তনা দেই ।

পৃথিবীর lucky মানুষগুলোই শুধু দুঃখকে নিয়ে বিলাসিতা করতে পারে।

কেউ যদি ভালবাসে না তাহলে কষ্ট হয় । তারচেয়ে বেশি কষ্ট হয় কেউ যদি ভুলে যায়

ভুলে যাওয়া আর বদলে যাওয়া খুব কঠিন দুটি কাজ আর এই কঠিন কাজ দুটি কিছু কিছু মানুষ খুব সহজে করে ফেলে।

চোখের সামনে হাজার হাজার প্রশ্নবোধক চিহ্ন । অবিরাম ছুটছি অগনিত প্রশ্নবোধক চিহ্ন চোখের সামনে চশমার মত ঝুলিয়ে।এই প্রশ্নবোধক চিহ্নের আগে যে বাক্যটি বেশি আসে সেটা হল “আমি কে”

প্রত্যেকটা হারের পর একটা জিত থাকে । আমি হেরে যাওয়ার পর সেই জিতের পিছনে ছুটি ।

ফেসবুক স্ট্যাটাসে বেশি বেশি লাইক ও কমেন্ট পেতে হলে আপনাকে নির্ভুল ও সাজানো-গোছানো স্ট্যাটাস লিখতে হবে। স্ট্যাটাসের মধ্যে কোন ধরনের বানান ভুল করা যাবেনা। সব সময় চেষ্টা করতে হবে ফেসবুক স্ট্যাটাসের সাথে আকর্ষণীয় কোন ছবি যুক্ত করার। আকর্ষণীয় কোন ছবি ফেসবুক স্ট্যাটাসে যুক্ত করলে আপনার বন্ধুরা সম্পূর্ণ মনোযোগ দিয়ে আপনার স্ট্যাটাসটি পড়বে।

লেখার মধ্যে বানান ভুল থাকলে আপনার ফেসবুক স্ট্যাটাস কেউই পরতে চাইবে না। তাই সব সময় চেষ্টা করবেন নির্ভুল ও সাজানো গোছানো ফেসবুক স্ট্যাটাস দেয়ার। আকর্ষণীয় ফেসবুক স্ট্যাটাস ও বিভিন্ন কবি সাহিত্যিকের উক্তি সংগ্রহ করতে আমাদের ওয়েবসাইটের সাথে থাকুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *