ঈদের দিনের আমলসমূহ কি কি

ঈদের দিন আমাদের জন্য আনন্দের দিন কিন্তু অনেকেই জানেন না এই ঈদের দিনেও আমলের অনেক সুযোগ রয়েছে। আপনারা কি জানেন আল্লাহ তায়ালা যে ফেরেশতাদের তৈরি করেছেন সেই ফেরেশতারা সব সময় আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকে? তবে আপনি সৃষ্টির সেরা হয়েও আপনার কাছে এমন সুযোগ নেই এটা আপনি কখনোই ভাববেন না।

আমরা যদি সঠিকভাবে সময়মতো আমল করি তাহলে প্রত্যেকটি মুহূর্তে আমল করার সুযোগ পাবো। আজকে আমরা এই আর্টিকেল থেকে জানার চেষ্টা করব ঈদের দিন কোন কোন আমল দ্বারা আমরা আমাদের আমলনামা কে সাজাতে পারি। অংশের দুই দিনের আলো সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করি।

ঈদের ছোট ছোট আমলসমূহ

ঈদের দিনে অথবা ঈদের আগে দিনে কোন কোন আমল আপনি করতে পারেন এবং সে আমলগুলো কতটা ফজিলত নয় সেটা জানতে অবশ্যই আপনারা আমাদের এ আর্টিকেল থেকে তথ্য সংগ্রহ করতে পারেন। রমজান মাসের ২৯ রমজান ঈদের চাঁদ উঠেছে কিনা তা দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ। ২৯ তারিখে যদি চাঁদ না উঠে তাহলে ৩০ তারিখে বা ৩০ রমজানে চাঁদ দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ। তার কারণ হলো হাদিস থেকে আমরা জানতে পেরেছি যে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সব সময় চাঁদ দেখে রোজা রাখতে বলেছেন এবং চাঁদ দেখে ইফতার করতে বলেছেন।

ঈদের চাঁদ যদি আপনি দেখতে পান তাহলে চাঁদ দেখার সঙ্গে সঙ্গে দোয়া পড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল। তাই যখন ঈদের চাঁদ আপনি দেখতে পাবেন তখন অবশ্যই দোয়া পড়বেন।

ঈদের আগের দিন রাতে নফল ইবাদত করার মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল। ঈদের আগের দিন রাতে নফল নামাজ কোরআন শরীফ তেলাওয়াত থেকে শুরু করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা চাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল।

আপনারা চাইলে ঈদের আগের দিন রাতে তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারেন যেটা আল্লাহ তায়ালা অনেক বেশি পছন্দ করবেন।

ঈদের দিন সকালবেলায় খুব সকালে ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন এবং পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করার চেষ্টা করবেন। ফরজ গোসল করার চেষ্টা করবেন এবং উত্তম সুগন্ধি মেখে ঈদের নামাজ পড়ার জন্য প্রস্তুতি গ্রহণ করবেন।

ঈদুল ফিতরের দিনে মনে মনে তাকবীর পাঠ করতে করতে ঈদগাহে যাওয়া একটি সুন্নত এবং ঈদুল আযহার দিনে উচ্চস্বরে তাকবীর পাঠ করতে করতে ঈদগাহে যাওয়া একটি সুন্নত। বিভিন্ন হাদিস থেকে আমরা এ সম্পর্কে জানতে পেরেছি।

ঈদের দিন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথে ঈদগাহে যেতেন তার অন্য পথে ঈদগাহ থেকে ফেরত আসতেন তাই আমাদের এই কাজটি করা সুন্নত।

ঈদের দিনে খুতবা সোনা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল তাই অবশ্যই ঈদের দিনে মনোযোগ দিয়ে খুতবা শুনতে হবে।

ঈদের দিন যেহেতু অত্যন্ত আনন্দের দিন তাই এই দিনে চেষ্টা করতে হবে নিজের আশে পাশে থাকা অসহায় ও দরিদ্র প্রতিবেশীদের খোঁজ নেওয়া এবং আল্লাহ তা’আলা তাদের কি অবস্থায় রেখেছেন সে সম্পর্কে জানা এবং তাদের নিজের সামর্থ্য অনুযায়ী সাহায্য করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *