বন্ধু নিয়ে স্ট্যাটাস ছবি বাংলা English

আজ আমরা বন্ধু নিয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। এই ব্যাপারগুলো আপনারা নিজেদের ফেসবুক স্ট্যাটাসে শেয়ার করতে পারবেন। বন্ধুত্ব নিয়ে বেশ কিছু ছবি আমাদের কাছে রয়েছে যেগুলো আপনাদের সাথে শেয়ার করা হবে এই ছবিগুলোও আপনারা নিজেদের মানুষদের কাছে শেয়ার করতে পারবেন অথবা বিভিন্ন অ্যাকাউন্টে আপলোড করতে পারবেন।
বন্ধু ছাড়া জীবন অচল। আমাদের প্রত্যেকের জীবনেই একবার একাধিক বন্ধু রয়েছে। অসংখ্য বন্ধুর মধ্যে কিছু বন্ধু রয়েছে যারা আমাদের খুব আপন। কিছু বন্ধু রয়েছে যাদের কাছে আমরা আমাদের মনের সব গোপন কথা বলে থাকি। এইসব বন্ধুগুলো সুখে দুখে সবসময় আমাদের পাশে থাকে এবং যেকোনো প্রয়োজনে আমরা তাদের সাহায্য পাই। যেকোনো প্রয়োজনে পাশে পাওয়ার মত বন্ধু যেমন রয়েছে তেমনি এমন বন্ধু রয়েছে যারা স্বার্থপর। এমন বন্ধু রয়েছে যারা শুধু প্রয়োজনে পাশে থাকে কিন্তু নিজের প্রয়োজনে তাদের কোথাও খুঁজে পাওয়া যায় না। সুতরাং বুঝতে পারছেন শুধুমাত্র ভালো বন্ধুই যে আমাদের জীবনে আছে তা নয় ভালো বন্ধুর পাশাপাশি স্বার্থপর বন্ধুর অভাব নেই।
বন্ধুত্বের এসব ব্যাপারগুলো নিয়েই আজ আমরা আলোচনা করব এবং কোন ধরনের মানুষগুলো আপনার জীবনে প্রকৃত বন্ধু এবং কারা আপনার প্রকৃত বন্ধু নয় শুধুমাত্র স্বার্থের টানেই আপনার সাথে রয়েছে এ ব্যাপারটি বুঝিয়ে দেব।
এই পৃথিবীতে সুন্দর ভাবে থাকার জন্য খুব বেশি বন্ধুর প্রয়োজন পড়ে না মনের মত একজন বন্ধু থাকলে যথেষ্ট। যত বেশি মানুষের সাথে বন্ধুত্ব করবেন ঠকার সম্ভাবনা তত বেড়ে যাবে। আমরা আমাদের আপনজনদের কাছ থেকে কষ্ট পেয়ে থাকি কারণ আমরা তাদের চিনতে ভুল করি। আমাদের আশেপাশের অধিকাংশ মানুষ বন্ধু নির্বাচনে ভুল করে থাকে। বন্ধু নির্বাচন করাটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। একজন ভালো বন্ধু যেমন আপনার জীবনটা আরো সুন্দর করে দিতে পারে তেমনিভাবে একজন প্রয়োজনের বন্ধু অর্থাৎ প্রিয়জন নয় কিন্তু স্বার্থের টানে আপনার পাশে রয়েছে এমন বন্ধু আপনার জীবন ধ্বংস করে দিতে পারে।
বন্ধু নির্বাচনের এই বিষয়টিতে আমাদের ছোটবেলা থেকে সচেতন হওয়া উচিত। আমাদের বড়রা এই বিষয়ে আমাদের যথেষ্ট গাইডেন্স দেওয়ার চেষ্টা করে এবং অনেকে তাদের পরামর্শ না শোনায় শেষ পর্যন্ত অনেক বড় বিপদে পড়ে। তাই কিশোর বয়স থেকেই বন্ধু নির্বাচনের ক্ষেত্রে আমাদের আরো বেশি সচেতন হওয়া উচিত। আপনারা নিশ্চয়ই একটি প্রবাদ জানেন সঙ্গ দোষে লোহা ভাসে। অর্থাৎ একটি মন্দ লোকের সঙ্গ আপনাকে বিপথে ঠেলে দেবে। অপরদিকে একজন ভালো মানুষের সংস্পর্শে থাকলে আপনি জীবনে সফল হওয়ার পথে কয়েক ধাপ এগিয়ে যাবেন। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন বন্ধু নির্বাচনের ব্যাপারটা কতটা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াতে পারে শেষ পর্যন্ত।
তবে আপনার যেসব ভালো বন্ধুরা রয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করুন। আমাদের সবার জীবনেই এমন কোন বন্ধু রয়েছে যারা সব সময় আমাদের পাশে থাকে এবং প্রতিটি প্রয়োজনে আমরা তাদের শরণাপন্ন হই। এই বন্ধুগুলোকে কখনো হারাবেন না। তাদের সাথে কোন কারনে ভুল বুঝাবুঝি হয়ে থাকলে তা মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। এই দুনিয়ায় একজন ভালো বন্ধু পাওয়া খুবই কঠিন কাজ।
বন্ধু নির্বাচনের ক্ষেত্রে অনেক বেশি সতর্ক হোন এবং পুরনো বন্ধুদের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করার চেষ্টা করুন । আমাদের অবস্থার পরিবর্তন হলে অনেকেই পুরনো বন্ধুদের ভুলে যাই, এই কাজটি মোটেও ঠিক নয়। আমরা জীবনের যে পরিস্থিতিতে যেমন ভাবেই থাকি না কেন বন্ধুদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে। আজকের রাজা কাল ফকির হবে এটাই স্বাভাবিক। তাই নিজের অবস্থান নিয়ে অহংকার না করে সবার সাথে মিলেমিশে থাকার চেষ্টা করুন।
বন্ধু নিয়ে অসংখ্য পরামর্শ ও ছবি পেতে সব সময় আমাদের সাথে থাকুন। আপনি যদি নিজের বন্ধুদের নিয়ে কোন স্ট্যাটাস দিতে চান তবে আমাদের পোস্ট থেকে সংগ্রহ করে নিতে পারবেন।