৭০ টি ছোট আমল

আমাদের ভাগ্য সবথেকে ভালো যে আল্লাহ তা’আলা আমাদের মুসলিম ঘরে প্রেরণ করেছেন। আমরা এতটাই ভাগ্যবান যে এই মুসলিম ঘরে জন্মগ্রহণ করার ফলে আমরা জন্ম থেকে আল্লাহ তায়ালার নিয়ামত এবং আল্লাহ তালার আমলের সঙ্গে পরিচিত। তাই আমাদের উচিত সবসময় আল্লাহ তালাকে খুশি রাখতে এবং আল্লাহ তা’আলা প্রত্যেকটি পদে পদে আমাদের যে আমলগুলো করতে বলেছেন সে আমলগুলো করতে।

আপনি কি জানেন আপনি যদি সঠিকভাবে কোরআন ও সুন্নাহ মোতাবেক নিজের জীবনের প্রত্যেকটি পদক্ষেপ গ্রহণ করেন তাহলে প্রত্যেকটি পদক্ষেপে একটি আমলের সমতুল্য? তবে এই বিষয়গুলো আমাদের বেশিরভাগেরই অজানা এবং কিভাবে এই আমলগুলো বা কিভাবে এই পদক্ষেপগুলো গ্রহণ করতে হবে সেগুলো যদি আমরা জানি তাহলে অবশ্যই আল্লাহ তা’আলা প্রত্যেকটি পদক্ষেপকে আমল হিসেবে গ্রহণ করবেন এবং আমাদের আমলনামায় সওয়াব লিখে দিবেন।

আমাদের জীবনে চলার পথে ছোটখাটো বিভিন্ন আমল রয়েছে যেগুলো আমরা অবহেলা করি চলুন আজকের আর্টিকেল থেকে সেই আমলগুলো সম্পর্কে আমরা একটু হলেও ধারণা গ্রহণ করে যাতে ভবিষ্যতে আমরা এই সুযোগগুলো মিস না করতে পারি।

মুসলমানদের জন্য গুরুত্বপূর্ণ কিছু আমল

প্রত্যেকটি অজুর পরে কালেমার শাহাদাত পাঠ করুন। এখানে বলা হয়েছে এতে জান্নাতের আটটি দরজা যেকোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন। সহিঃ মুসলিম হাদিস নাম্বার ২৩৪।

প্রত্যেক ফরজ চালাতে শেষে আয়াতুল কুরসি পাঠ করুন এতে মৃত্যুর সাথে সাথে জান্নাতে যেতে পারবেন। সহি নাসাঈ, সিলসিলা সহিহা, হাদিস নাম্বার ৯৭২।

প্রত্যেক ফরজ সালাত এর শেষে 33 বার সুবহানাল্লাহ পড়তে হবে এবং ৩৩ বার আলহামদুলিল্লাহ পড়তে হবে এবং তার সঙ্গে 33 বার আল্লাহু আকবার পড়ে একবার দোয়া পাঠ করতে হবে যার থেকে আপনি আপনার অতীতের সব পাপ ক্ষমা করতে পারবেন। এই হাদিসটি সহিঃ মুসলিমের হাদিস নাম্বার ১২২৮ নম্বর হাদিস।

প্রতিরাতে সুরা মুলক পাঠ করুন ১০ বার ও সন্ধ্যায় ১০ বার দরুদ পাঠ করুন এতে আপনি নিশ্চিত রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাবেন। তাবরানি, সহি তারগিব হাদিস নাম্বার ৬৫৬।

প্রত্যেক সকালে ১০০ বার ও বিকেলে ১০০ বার সুবহানাল্লাহিল আজিম ওয়া বিহামদিহি পড়লে সৃষ্টিকুলের সমস্ত মানুষের থেকে বেশি মর্যাদা দেয়া হবে। এই হাদিসটি পাওয়া গেছে সহি আবু দাউদ হাদিস নাম্বার ৫০৯১ এ। এছাড়াও হযরত জাবের রাজিয়াল্লাহু তা’আলা আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন”যে ব্যক্তি ‘সুবহানাল্লাহিল আজিম ওয়া বিহামদিহি’ পাঠ করে তার জন্য জান্নাতে একটি খেজুর গাছ রোপন করা হয়। তিরমিজি ৩৪৬৪।

সকাল ও বিকালে ১০০ বার সুবহানাল্লাহ এবং 100 বার আলহামদুলিল্লাহ এবং তার সঙ্গে ১০০ বার আল্লাহু আকবার এবং ১০০ বার ‘লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াদাহু লা শারিকালাহু, লাহুল মুলকু ওয়ালাহুল হামদু। ওয়াহুয়া আলা কুল্লি শাইইন কাদির’পাঠ করলে অগণিত সওয়াব হবে। নাসায় সহি তারগিব হাদিস নাম্বার ৬৬৫।

বাড়িতে প্রবেশের সময় অবশ্যই সালাম দিয়ে প্রবেশ করুন এবং এতে আল্লাহ তা’আলা নিজ জিম্মাদারীতে আপনার জান্নাতে প্রবেশ করাবেন। ইবনু হিব্বান হাদিস নাম্বার ৪৯৯।

প্রতিমাসে আয়ের একটা অংশ এতিমখানা বা মসজিদে বা মাদ্রাসায় বা গরীব-দুঃখী বিধবা দুঃস্থদের মাঝে দান করবেন হোক সেটা অতি অল্প এতে আপনি আল্লাহতালার কাছে জিহাদ কারীর সমতুল্য হবেন। সহি বুখারি হাদিস নাম্বার ৬০০৭।

মহিলারা চারটি কাজ করতে পারেন একটি হচ্ছে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করা এবং রমজানের সিয়াম পালন করা এবং লজ্জাস্থানকে হেফাজত করা এবং চার নাম্বার স্বামীর আনুগত্য করন এতে জান্নাতে যে কোন দরজা দিয়ে সে প্রবেশ করতে পারবে। সহি ইবনু হিব্বান হাদিস নং ৪১৬৩।

মসজিদের ফজরের সালাত আদায় করে বসে দোয়া জিকির পাঠ করুন এবং সূর্য উঠে গেলে দুই রাকাত স্বাস্থ্যের সালাত আদায় করুন এতে প্রতিদিন নিশ্চিত কবুল একটি হজ ও ওমরার সওয়াব পাবেন। তিরমিজি তারগীব হাদিস নাম্বার ৪৬১।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *